সারাদেশে পাবনার আঞ্চলিক গানের সাইনবোর্ড ফয়সালের জন্মদিন আজ
এদেশের নতুন প্রজন্মের তরুণ শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী ফয়সাল বিন আশিক। তিনি ২০ সেপ্টেম্বর পাবনা জেলার ভাঙ্গুরা থানার ভবানীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আজ এই জনপ্রিয় কন্ঠশিল্পীর জন্মদিন।
জন্মদিনের প্রথম প্রহর থেকেই বন্ধুমহল ও তাঁর শুভাকাঙ্খীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন “পাবনা জিলার ছাওয়ালপাল”খ্যাত এই শিল্পী।
‘মাটি হবো রে’ গান দিয়ে বাংলাদেশের সংগীতাঙ্গনে সময়ের জনপ্রিয় তারকাদের মধ্যে শক্ত একটা অবস্থান তৈরী করে নিয়েছেন তিনি।
দেশে এবং দেশের বাইরে রয়েছে তাঁর গানের অগণিত ভক্ত শ্রোতা।
সংগীত সাধনা, মেধা ও শ্রমের ফসল তার আজকের এই সাফল্য। ফয়সাল মানেই শ্রোতা-দর্শকের মধ্যে এক নতুন উন্মাদনা।
শ্রোতা-দর্শকের রুচির কথা বিবেচনা করে ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত তিনি চেষ্টা করে যাচ্ছেন তাঁর অগনিত শ্রোতাদের জন্য ভালো গান উপহার দেবার।
তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, মাটি হবোরে, পাবনা জিলার ছাওয়াল পাল, এ্যাবা হইরে জীবন চলেনা, ও গ্যাদার মা,হবো গেদির বাপ সহ অসংখ্য জনপ্রিয় গান। নিয়মিত তিনি গান প্রকাশ করছেন তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যাণেল Faisal Bin Asik. এ। আজ তাঁর জন্মদিনে Bd24views এর পক্ষ থেকে রইলো শুভেচ্ছা।
– জাহিদ হাসান নিশান