আসছে ফয়সাল বিন আশিকের পাবনা জিলার ছাওয়াল -২

0

“খাইবের বইসে মা কইলো
এ গ্যাদা কয়দিন হইলো
শাক-পাতাই খাচ্ছি খালি
কইলেম, ও মা চিন্তে নাই

আল্লা-রাসুল বলো বলো
চলনবিলি নাবাই পলো
বাড়িত হয় নাই রাঁদা-বাড়াই
মাথাতে তাও চিন্তে নাই।।

আমরা পাবনা জিলার ছাওয়াল-পাল
চড়া দে, মা, চুলোয় চাইল
পলো নিয়ে যাব বিলি
আনব ধইরে বুয়াইল” – এমনই কথামালা লিখে নিজেই সুর করে কন্ঠে তুলে নিয়েছিলেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফয়সাল বিন আশিক। তারপরেই গানটি কোটি মানুষের মনে স্থান করে নেয়। শ্রোতাদের অনেকদিনের চাওয়া ছিলো এই গানের ২য় পর্ব তাঁরা শুনতে চান। এবার শ্রোতাদের চাওয়াকে গুরুত্ব দিয়ে ফয়সাল বিন আশিক নিয়ে আসছেন ” পাবনা জিলার ছাওয়াল – ২ ” গানটি।

সম্প্রতি পাবনার সমস্ত রেলস্টেশনে এবং ঐতিহাসিক স্থাপনায় গানটির চিত্র ধারন সম্পূর্ণ করেছেন এই গানের সাথে সংশ্লিষ্ট টিম।

পাবনা জিলার ছাওয়াল -২ শিরোনামের এই গানটি নিজের লেখা ও সুরে কন্ঠ দিয়েছেন ফয়সাল বিন আশিক নিজেই৷ জানা যায় ফয়সাল বিন আশিকের সঙ্গে সহকারী শিল্পী হিসেবে কিছু অংশে কন্ঠ মিলিয়েছেন জাহিদ হাসান নিশান।

গানটি প্রকাশ পাচ্ছে এই আগস্ট মাসেই, শিল্পীর নিজের অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক পেজ Faisal Bin Ashik – এ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.