ভাল না বাসার ২৬ বছরঃ- শাহনাজ খুশি

0

ভাল না বাসার ২৬ বছরঃ-
না হলুদ/না মেহেদী/না কোন বিয়ের গহনা শাড়ী/না কোন মেহমান,গানবাদ্য! এমন কি নিজেরাও সেদিন নানান উৎকন্ঠায় সারাদিন কিছু খাইনি! বোকা বয়সের,বোকা সিদ্ধান্তে,আকাশ সমান বোকা করে দিয়েছিল দুজনকেই!!!!
চারপাশের স্বজনদের তিরস্কারে/আমরা সেদিন থেকে ভালবাসতে ভুলে গেলাম! মুখরা/আড্ডা প্রিয় আমরা নিশ্চুপ হয়ে গেলাম! অপরাধী ভালবাসাকে বাক্সবন্দী করে,বাঁচতেই হবে-এমন পন করে ছুটলাম দুজন।অবর্ননীয় কাঁটা দুহাতে তুলে,ঘর বাঁধতে/বেঁচে থাকার জন্য ছোটা! আমাদের মতের অমিল অনেক হয়েছে,কিন্তু মত বিরোধ হয়নি।সিদ্ধান্ত গ্রহন করতে সংশয় হয়েছে অনেক,কিন্তু সংঘাত হয়নি!
প্রিয় সম্পর্ক গুলোর এত বেশী অবিশ্বাস্য/অচেনা নিষ্ঠুরতা আমাদের জন্য বরাদ্দ ছিল যে,আজ আর কিছুতেই চমকে উঠি না!
অবস্থা দৃষ্টে,আমাদের স্বপ্ন গুলো বদলে গেল!! অনেক সময় পারও হয়ে গেছে।প্র্যাকটিক্যাল খাতা আঁকতে দিলে,তার মধ্যে চিঠিসহ ফেরত দেয়া/গল্প বা কবিতার বই উপহার দিলে,তার মধ্যে চ্যাপটা করা শুকনো গোলাপ ফুল দেয়া/চৈত্র সংক্রান্তির মেলায় এক টাকার শংখের আংটি ভরা প্রেম দেয়া-এসবের কোনটাই আর কাছে আসার পর হয়নি! বেঁচে থাকার প্রয়োজনীয় ফর্দে ফর্দে ভাগ করে দিতে হয়েছে ধর্য্য/শক্তি/সুন্দর আযুকে! আর অপেক্ষা করেছি শক্তি নিয়ে নতুন করে বেঁচে উঠার!
এখন আমাদের খেয়ে পরে বেঁচে থাকার কুৎসিত ব্যস্ততা কমেছে। এখন অনেক ভালবাসার সময় হয়।আমরা রোজ একই ঔষধের পাতা থেকে এসিডের ট্যাবলেট খাই/সুস্থ থাকার চিন্তায় খুব ভোরে হাঁটতে যাই/বাচ্চাদের স্কুল ব্যাগ কাঁধে আর দৌড়াতে হয় না বলে,চা খাওয়ার পরে,অনেকক্ষন কথা হয়/একই ব্যন্ডের কালার দিয়ে সফেদ চুল ঢাকি/ একই ডাক্তার দেখিয়ে চশমার পাওয়ার বদলায়/ক্লান্তি এসে দুজনের চোখের বসার গল্পে হাসি/ তোমার আমার পথচলা এত ভয়ংকর না হলে,কুসুমে আঁকা স্বপ্ন গুলো কেমন হতো সেটা বলি/ মাঝে মাঝে দুজন কিছু না বলে খুব কাঁদি,এবং কিছু না বলার পরও আমরা দুজনায় জানি,আমরা কেন কাঁদছি!! আমাদের এখন অনেক ভালবাসার সময়…….
সময় আমাদের দুজনার জীবনের কাংখিত গল্পটা বদলে দিয়েছে,কিন্তু ভালবাসাটা নয়।আর্শীবাদহীন এ পথচলা যেন থেমে না যায়।ভালবাসা টুকু যেন গতি না হারায় জীবনের শেষদিনেও…………

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.