বিজয়ের মাসের অঙ্গীকার। বীর মুক্তিযোদ্ধা আল মাহমুদ

0

বিজয়ের মাস ডিসেম্বর। স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন, ক্যপ্টেন মনসুর আলী, ও এ এইচ এম কামরুজ্জামান, জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান শহীদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধাগন, বীরাঙ্গনাগন,বিভিন্ন আন্দোলন সংগ্রামে ও স্বাধীনতা যুদ্ধ কালিন সময়ে যাঁরা ইজ্জত হারিয়েছেন, অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছেন,জেল জুলুম সহ্য করেছেন সেই সব মহৎপ্রান ব্যক্তিদের যাঁদের আত্মত্যাগের ফসল আজকে আমাদের এই স্বাধীনতা। বিজয়ের এই মাসে তাঁদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন,ভালবাসা,কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও সালাম।

মহান আল্লাহ তালার নিকট প্রার্থনা করি তিনি যেন স্বাধীনতার জন্য আত্মত্যগকারি সকল মুসলমানদের জান্নাতুল ফেরদৌস দান করেন, তাদের পরিবারের সকল সদস্যদের হেফাজত করেন। সৃষ্টিকর্তা যেন অন্য ধর্মাবলম্বীদের আত্মাকে শান্তিতে রাখেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করার পরেও আমরা যে সকল মুক্তিযোদ্ধা মহান আল্লাহ তালার অশেষ রহমতে বেঁচে আছি তারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।

এদেশের সকল শ্রেনী পেশার মানুষ বিজয়ের আনন্দ সমভাবে উপভোগ করুক এবং সম অধিকার, সম্মান ও মর্যাদা সহ সত্যিকার অর্থে স্বাধীনতা সুফল লাভ করুক বিজয়ের মাসে এই হউক দলমত এর উর্দ্ধে আমাদের সকলের কামনা। একজন মুক্তিযোদ্ধা হিসেবে সকলের কাছে বিনীত আহ্বান জানাই আসুন আমরা বিজয়ের এই মাসকে উপলক্ষ করে জাতির বৃহত্তর স্বার্থে নিজেদের মধ্যকার ছোট বড় সকল ভেদাভেদ ভুলে যাই এবং জাতীয় ঐক্য গড়ে তুলে দেশ ও দেশের মানুষের কল্যাণে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার লক্ষ্যে কাজ করি।
।।। জয় বাংলা।।।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.