মুক্তিযোদ্ধা নিয়ে সকল বিতর্কের দ্রুত অবসান চাই । বীর মুক্তিযোদ্ধা আল মাহমুদ

0
দেশ স্বাধীন হওয়ার ৫০ বছর গড়িয়ে যাচ্ছে। কিন্তু অতিশয় পরিতাপের বিষয় আজও মুক্তিযোদ্ধা নিয়ে নানা প্রশ্ন নানা কথা। কে মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধা নয় এই বিতর্ক চলছে দীর্ঘদিন ধরে। জানি না এর শেষ কোথায় নাকি এটা কোন বিশেষ কারণে জিয়ে রাখা হয়েছে। যারা মুক্তিযুদ্ধ করেছেন এবং যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই মারা গেছেন আবার অনেকে এখনো জীবিত আছেন। যারা জীবিত আছেন তারা কি উদ্যোগ নিয়ে এর একটা সমাধান করতে পারেন না? আমি বিস্বাস করি এখনো যদি তারা আন্তরিকতার সাথে উদ্যোগ নেন তাহলে অবশ্যই দ্রুত এর একটা সহজ সমাধান হয়ে যাবে। মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রস্তুত হয়ে একটা ঐতিহাসিক দলিল হিসেবে অনাদিকাল রয়ে যেতে পারে। ১৯৭১ সালের ২৫সে মার্চ দিবাগত রাত্রিতে যখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষনা দেন তার পরে বঙ্গবন্দ্ধুর ৭ই মার্চের ভাষনের প্রেক্ষিতে বাংলাদেশের আপামর জনসাধারণ মুক্তি যুদ্ধে ঝাপিয়ে পড়ে। সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করে
১. তদানিন্তন পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী
২. ই,পি,আর
৩. পুলিশ বাহিনী
৪. আনসার বাহিনী
৫. দেশের দামাল ছেলেরা
৬. বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ছাত্র ছাত্রী
৭. বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, ডাক্তার , স্বেচ্ছাসেবী কিছু ব্যক্তি।
৮. আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সংগঠকের কাজ করেছে এবং মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন।
দেশের আপামর জনসাধারণ বঙ্গবন্ধুর ডাকে নিঃস্বার্থভাবে মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছে ও সহযোগিতা করেছে।
প্রতিটি যুদ্ধেের কিছু কৌশলগত দিক থাকে। যুদ্ধ হবে কিন্তু কতদিনে শেষ হবে তা সম্পূর্ণ অনিশ্চিত। যুদ্ধের পরে দেশ কিভাবে চলবে ও কে নেতৃত্ব দিবে তার প্রস্তুতি আর্থিক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলো সামনে রেখেই কৌশল নির্দ্ধারন করা হয়েছিল।
যে কারণে র্মুক্তিযোদ্ধাদের দুই ভাগে প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল।
১. সরাসরি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ। যাদেরকে সাধারণত এফ, এফ বলা হয়। তাদের প্রশিক্ষণ ভারতের বিভিন্ন পাহাড়ি এলাকায় সরাসরি সেনাবাহিনীর অধীনে দেওয়া হয়েছে। তারা সেনাবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছে।
২. গেরিলা যুদ্ধের জন্য যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদেরকে বি,এল, এফ বা মুজিব বাহিনী বলা হয়। তাদের প্রশিক্ষণ ভারতের হাবলং ও উত্তর প্রদেশের দেরাদুন জেলার টান্ডুয়া নামক স্থানে দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তত্বাবধানে ওখানে অস্ত্র ও রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।আমি নিজেও ছাত্রলীগের তদানিন্তন বগুড়া জেলা কমিটির একনিষ্ঠ সদস্য হিসেবে দেরাদূন জেলার টান্ডুয়ায় প্রশিক্ষণ নিয়েছি এবং পরে একটি টীম এর ডিপুটি লিডার হিসেবে নেতৃত্ব দিয়েছি। মুজিব বাহিনীর প্রশিক্ষণটাকে বলা হতো “লিডারশীপ প্রশিক্ষণ “যারা প্রশিক্ষণ দিয়েছেন তাদের মধ্যে বাংলাদেশের জাসদের বর্তমান সভাপতি ও সাবেক মন্ত্রী জনাব হাসানুল হক ইনু, মাহবুবুল আলম,ফাহিম সহ ভারতের কিছু সেনা কর্মকর্তা। মুজিব বাহিনী দেশের মধ্যে ঢুকে মানুষের মনোবল ধরে রেখেছে, যুবকদের প্রশিক্ষণ দিয়েছে, গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করেছে, পাকিস্তানি সেনা ও রাজাকারদের অস্ত্র ছিনিয়ে নিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে। যুদ্ধ শেষে বঙ্গবন্ধুর আহবানে ঢাকা স্টেডিয়ামে মুজিব বাহিনীর সকল সদস্য তাদের সমস্ত অস্ত্র গোলাবারুদ জমা দিয়েছে।
কর্নেল আতাউল গনি ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে মুক্তি যুদ্ধের নেতৃত্ব দেন। সমুগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় এবং প্রতিটি সেক্টরে একজন সেক্টর কমান্ডার এর নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়। অন্য দিকে সারা বাংলাদেশকে৷ চারভাগে ভাগ করে প্রতিটি ভাগে একজন করে রাজনৈতিক নেতার নেতৃত্বে মুজিব বাহিনী গড়ে উঠে। চারজন রাজনৈতিক নেতা হলেন সর্ব জনাব শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ এবং সিরাজুল আলম খান। তাদের মধ্যে জনাব শেখ ফজলুল হক মনি ও জনাব আব্দুর রাজ্জাক পরলোকগমন করেছেন । তাদের অধীনে এলাকা ভিত্তিক লিডার নিয়োজিত ছিল। তাদের অনেকেই চির বিদায় নিয়েছেন, কেই কেউ অসুস্থ ও বয়সের ভারে ভারাক্রান্ত। একটি মুক্তি যুদ্ধের নানা কৌশল করতে হয়। সব কিছু করার পর নয়মাসের যুদ্ধের অবসান হয়।হানাদার বাহিনী পরাস্ত হয়। দেশ স্বাধীন হয়। দেশ স্বাধীন এর পর মুক্তিযোদ্ধাদের সনদ প্রদান করা হয়েছে। এফ এফ দেরকে দেশরক্ষা মন্ত্রণালয় এবং মুজিব বাহিনীদেরকে স্বরাস্ট্র মন্ত্রণালয় থেকে সনদ দেওয়া হয়েছে।
ছাত্র ইউনিয়ন এর পক্ষে দাবি করা হয়েছে তারাও পৃথকভাবে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছে। তারা শেষ পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টে মামলা করে তারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
মুক্তিযোদ্ধার তালিকা প্রস্তুত করা কালে বি,এল,এফ দেরকে নানাভাবে হয়রানি করা ও তালিকায় নাম না উঠানোর বিষয়ে নানা ষড়যন্ত্র ও বিতর্কের সৃষ্টি করা হয়েছে বিভিন্ন সময়ে। অথচ তারা সকলেই প্রকৃত মুক্তিযোদ্ধা। ভারত থেকে প্রশিক্ষণ কালীন প্রস্তুতকৃত তালিকা আনলেই সব কিছু মিটে যায়। কেন দীর্ঘদিন এই বিতর্ক ধরে রাখা হয়েছে তা বোধগম্য নয়। জাতীয় ভাবে মুক্তিযোদ্ধাদের কিছু সুযোগ সুবিধা দেওয়ার ফলে মুক্তিযোদ্ধাদের তালিকা অনেক লম্বা হয়ে গেছে। আর সেই সুযোগে কিছু সুযোগ সন্ধানী সরকারি কর্ম কর্তা, কর্ম চারী, রাজনৈতিক দলের নেতাকর্মী বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে বিভিন্ন তালিকায় নাম লিপিবদ্ধ করে নিয়েছেন এবংদেশ স্বাধীন হওয়ার ৫০ বছর গড়িয়ে যাচ্ছে। কিন্তু অতিশয় পরিতাপের বিষয় আজও মুক্তিযুদ্ধাদের নিয়ে নানা প্রশ্ন নানা কথা। কে মুক্তিযোদ্ধা আর কে মুক্তিযোদ্ধা নয় এই বিতর্ক চলছে দীর্ঘদিন ধরে। জানি না এর শেষ কোথায় নাকি এটা কোন বিশেষ কারণে জিয়ে রাখা হয়েছে। যারা মুক্তিযুদ্ধ করেছেন এবং যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকএই মারা গেছেন আবার অনেকে এখনো জীবিত আছেন। যারা জীবিত আছেন তারা কি উদ্যোগ নিয়ে এর একটা সমাধান করতে পারেন না? আমি বিস্বাস করি এখনো যদি তারা আন্তরিকতার সাথে উদ্যোগ নেন তাহলে অবশ্যই দ্রুত এর একটা সহজ সমাধান হয়ে যাবে। মুক্তি যুদ্ধাদের প্রকৃত তালিকা প্রস্তুত হয়ে একটা ঐতিহাসিক দলিল হিসেবে অনাদিকাল রয়ে যেতে পারে। আসলে মুল বিষয়টি কি? ১৯৭১ সালের ২৫সে মার্চ দিবাগত রাত্রিতে জখন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষনা দেন তার পরে বঙ্গবন্দ্ধুর ৭ই মার্চের ভাষনের প্রেক্ষিতে বাংলাদেশের আপামর জনসাধারণ মুক্তি যুদ্ধে ঝাপিয়ে পড়ে। সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করে :
১. তদানিন্তন পূর্ব পাকিস্তানএর সেনাবাহিনী
২. ই,পি,আর
৩. পুলিশ বাহিনী
৪. আনসার বাহিনী
৫. দামাল ছেলেরা
৬. বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ছাত্র ছাত্রি
৭. বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, ডাক্তার , স্বেচ্ছাসেবী কিছু ব্যক্তি।
৮. আওয়ামী লীগের কিছু নেতাকর্মী সংগঠকের কাজ করেছে এবং মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন। দেশের আপামর জনসাধারণ বঙ্গবন্ধুর ডাকে নিঃস্বার্থভাবে মুক্তিযুদ্ধকে সমর্থন দিয়েছে ও সহযোগিতা করেছে। প্রতিটি যুদ্ধেের কিছু কৌশলগত দিক থাকে। যুদ্ধ হবে কিন্তু কতদিনে শেষ হবে তা সম্পূর্ণ অনিশ্চিত। যুদ্ধের পরে দেশ কিভাবে চলবে ও কে নেতৃত্ব দিবে তার প্রস্তুতি আর্থিক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলো সামনে রেখেই কৌশল নির্দ্ধারন করা হয়েছিল। যে কারণে র্মুক্তিযোদ্ধাদের দুই ভাগে প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল।
১. সরাসরি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ। যাদেরকে সাধারণত এফ, এফ বলা হয়। তাদের প্রশিক্ষণ ভারতের বিভিন্ন পাহাড়ি এলাকায় সরাসরি সেনাবাহিনীর অধীনে দেওয়া হয়েছে। তারা সেনাবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছে।
২. গেরিলা যুদ্ধের জন্য যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদেরকে বি,এল, এফ বা মুজিব বাহিনী বলা হয়। তাদের প্রশিক্ষণ ভারতের হাবলং ও উত্তর প্রদেশের দেরাদুন জেলার টান্ডুয়া নামক স্থানে দেওয়া হয়েছে। ওখানে অস্ত্র ও রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।আমি নিজেও ছাত্রলীগের তদানিন্তন বগুড়া জেলা কমিটির একনিষ্ঠ সদস্য হিসেবে দেরাদূন জেলার টান্ডুয়ায় প্রশিক্ষণ নিয়েছি এবং পরে একটি টীম এর ডিপুটি লিডার হিসেবে নেতৃত্ব দিয়েছি। মুজিব বাহিনীর প্রশিক্ষণটাকে বলা হতো “লিডারশীপ প্রশিক্ষণ “
যারা প্রশিক্ষণ দিয়েছেন তাদের মধ্যে বাংলাদেশের জাসদের বর্তমান সভাপতি ও সাবেক মন্ত্রী জনাব হাসানুল হক ইনু, মাহবুবুল আলম,ফাহিম সহ ভারতের কিছু সেনা কর্মকর্তা। মুজিব বাহিনী দেশের মধ্যে ঢুকে মানুষের মনোবল ধরে রেখেছে, যুবকদের প্রশিক্ষণ দিয়েছে, গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করেছে, পাকিস্তানি সেনা ও রাজাকারদের অস্ত্র ছিনিয়ে নিয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করেছে। যুদ্ধ শেষে বঙ্গবন্ধুর আহবানে ঢাকা স্টেডিয়ামে সকল মুজিব বাহিনীর সদস্য তাদের সমস্ত অস্ত্র গোলাবারুদ জমা দিয়েছে।
কর্নেল আতাউল গনি ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে মুক্তি যুদ্ধের নেতৃত্ব দেন।সমুগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয় এবং প্রতিটি সেক্টরে একজন সেক্টর কমান্ডার এর নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়।
অন্য দিকে সারা বাংলাদেশকে৷ চারভাগে ভাগ করে প্রতিটি ভাগে একজন করে রাজনৈতিক নেতার নেতৃত্বে মুজিব বাহিনী গড়ে উঠে। চারজন রাজনৈতিক নেতা হলেন সর্ব জনাব শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ এবং সিরাজুল আলম খান। তাদের মধ্যে জনাব শেখ ফজলুল হক মনি ও জনাব আব্দুর রাজ্জাক পরলোকগমন করেছেন । তাদের অধীনে এলাকা ভিত্তিক লিডার নিয়োজিত ছিল। তাদের অনেকেই চির বিদায় নিয়েছেন, কেই কেউ অসুস্থ ও বয়সের ভারে ভারাক্রান্ত। একটি মুক্তি যুদ্ধের নানা কৌশল করতে হয়। সব কিছু করার পর নয়মাসের যুদ্ধের অবসান হয়।হানাদার বাহিনী পরাস্ত হয়। দেশ স্বাধীন হয়। দেশ স্বাধীন এর পর মুক্তিযোদ্ধাদের সনদ প্রদান করা হয়েছে। এফ এফ দেরকে দেশরক্ষা মন্ত্রণালয় এবং মুজিব বাহিনীদেরকে স্বরাস্ট্র মন্ত্রণালয় থেকে সনদ দেওয়া হয়েছে। ছাত্র ইউনিয়ন এর পক্ষে দাবি করা হয়েছে তারাও পৃথকভাবে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছে। তারা শেষ পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টে মামলা করে তারা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছে। মুক্তিযোদ্ধার তালিকা প্রস্তুত করা কালে বি,এল,এফ দেরকে নানাভাবে হয়রানি করা ও তালিকায় নাম না উঠানোর বিষয়ে নানা ষড়যন্ত্র ও বিতর্কের সৃষ্টি করা হয়েছে বিভিন্ন সময়ে। অথচ তারা সকলেই প্রকৃত মুক্তিযোদ্ধা। ভারত থেকে প্রশিক্ষণ কালীন প্রস্তুতকৃত তালিকা আনলেই সব কিছু মিটে যায়। কেন দীর্ঘদিন এই বিতর্ক ধরে রাখা হয়েছে তা বোধগম্য নয়।
জাতীয় ভাবে মুক্তিযোদ্ধাদের কিছু সুযোগ সুবিধা দেওয়ার ফলে মুক্তিযোদ্ধাদের তালিকা অনেক লম্বা হয়ে গেছে। কারণ সেই সুযোগে কিছু সুযোগ সন্ধানী সরকারি কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে বিভিন্ন তালিকায় নাম লিপিবদ্ধ করে নিয়েছেন এবং মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া সকল সুযোগ সুবিধা হাতিয়ে নিয়েছেন ও নিচ্ছেন। অভিজ্ঞ মহলের ধারণা তারা আদৌ মুক্তিযুদ্ধা নয়। অথচ অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম এখনো তালিকা ভুক্ত করা হয় নি।
মুক্তিযোদ্ধাদের কি এভাবেই সারাজীবন হয়রানি হতে হবে? আর ১০/১৫ বছর এভাবে কেটে গেলে হয়তো আর কোন জীবিত মুক্তি যোদ্ধা পাওয়া যাবে না। তখন হয়তোবা ইতিহাসের পাতা থেকে মুক্তিযুদ্ধ ও মুক্তি যোদ্ধার নাম একেবারে ই মুছে যাবে। সুতরাং মুক্তিযোদ্ধাদের অন্তর থেকে শ্রোদ্ধা ও সম্মান করি। তাই আজ জনাব হাসানুল হক ইনু ও জনাব তোফায়েল আহমেদ এর প্রতি সকল বি,এল,এফ এর পক্ষে বিশেষ অনুরোধ আপনারা এগিয়ে আসুন বঙ্গবন্ধুর কন্যা, মুক্তিযোদ্ধোদের অভিভাবক, দেশরত্ন, মাদার অব হিউম্যানিটি, জননেত্রী শেখ হাসিনা এর সাথে আলোচনা করে অতিদ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান করবেন এমত আশা করে। মুক্তিযুদ্ধাদের জন্য দেওয়া সকল সুযোগ সুবিধা হাতিয়ে নিয়েছেন ও নিচ্ছেন।অভিজ্ঞ মহলের ধারণা তারা আদৌ মুক্তিযুদ্ধা নয়। অথচ অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম এখনো তালিকা ভুক্ত করা হয় নি। মুক্তিযোদ্ধাদের কি এভাবেই সারাজীবন হয়রানি হতে হবে? আর ১০/১৫ বছর এভাবে কেটে গেলে হয়তো আর কোন জীবিত মুক্তি যোদ্ধা পাওয়া যাবে না। তখন হয়তোবা ইতিহাসের পাতা থেকে মুক্তিযুদ্ধ ও মুক্তি যোদ্ধার নাম একেবারে ই মুছে যাবে। সুতরাং আসুন মুক্তিযোদ্ধাদের অন্তর থেকে শ্রোদ্ধা ও সম্মান করি।
তাই আজ জনাব হাসানুল হক ইনু ও জনাব তোফায়েল আহমেদ এর প্রতি সকল বি,এল,এফ এর পক্ষে বিশেষ অনুরোধ আপনারা এগিয়ে আসুন বঙ্গবন্ধুর কন্যা, মুক্তিযোদ্ধোদের অভিভাবক, দেশরত্ন, মাদার অব হিউম্যানিটি, জননেত্রী শেখ হাসিনা এর সাথে আলোচনা করে অতিদ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান করবেন সকল বি,এল,এফ সদস্য এমত আশা করে।
লেখক : বীর মুক্তিযোদ্ধা আল মাহমুদ – অধ্যক্ষ: বগুড়া আইন কলেজ ও আইনজীবী বগুড়া জজ কোর্ট ।
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.