“স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থা : সুযোগ, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক গোলটেবিল সংলাপ

Round Table Dialogue on Present Status of Health Services: Opportunities, Challenges, and Way-Forward

0

নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর উদ্যোগে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় আজ ২০ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হলো “স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থা : সুযোগ, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক গোলটেবিল সংলাপ। স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত উক্ত সংলাপে নাগরিক সমাজ সংস্থার প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, চিকিৎসকসহ মোট ৪০ জন উপস্থিত ছিলেন।

বহুমাত্রিক অংশীজনদের নিয়ে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত সেমিনার এর অর্জন, ফলাফল ও সার-সংক্ষেপ বিষয়ে সংশ্লিষ্ট নীতি-নির্ধারক পর্যায়ে অবহিতকরণ এবং স্বাস্থ্যসেবাকে কীভাবে সহজলভ্য করে স্বাস্থ্যখাতের সক্ষমতা আরো বাড়ানো যায়, সে বিষয়গুলো স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনার মাধ্যমে বিবেচনা করাই ছিলো উক্ত সংলাপের উদ্দেশ্য।

সেমিনারের শুরুতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার (এনসিডিসি) জনাব ডাঃ মোঃ শহিদুল ইসলাম সংলাপের বিষয় সম্পর্কে ধারণা দিয়ে তাঁর স্বাগত বক্তব্য পেশ করেন। তিনি সঞ্চালক হিসেবেও ভ‚মিকা পালন করেন। বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এ এইচ এম বজলুর রহমান বলেন, আজকের সেমিনারের উদ্দেশ্য হলো স্বাস্থ্যখাতের সক্ষমতা আরো বৃদ্ধির জন্য বিভিন্ন পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে
স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করে স্বাস্থ্যসেবাকে কীভাবে আরো সহজলভ্য করা যায়, সে বিষয়গুলো তুলে ধরা। স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, সুযোগ, চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায় শীর্ষক আজকের সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাস্থ্যসেবা প্রান্তিক, সুবিধাবঞ্চিত মানুষসহ সকলের জন্য সহজলভ্য করার লক্ষ্যে বিএনএনআরসির উদ্যোগে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় আজকের এই সেমিনার।

আমরা ২৫ জন স্বাস্থ্য সাংবাদিকদের প্রশিক্ষক প্রশিক্ষণ করিয়েছি এবং ৪ টি আঞ্চলিক প্রশিক্ষণে ৮৫ জন সাংবাদিকদের স্বাস্থ্য প্রতিবেদন তৈরিতে সত্যতা যাচাই ও নিরূপণ কৌশল সম্পর্কে আরো সমৃদ্ধ প্রতিবেদন তৈরির ধারণা প্রদান করা হয়েছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে ৬টি সেমিনার শেষ হয়েছে। তাছাড়াও এই উদ্যোগের আওতায় ঢাকায় এবং ঢাকার বাইরের ৫০ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার
স্বাস্থ্য সাংবাদিক অথবা স্বাস্থ্য বিষয়ে ইনডেপথ প্রতিবেদন তৈরিতে সক্ষম করার জন্য এই ফেলোশীপ প্রদান করা হয়েছে। ফেলোশীপের আওতায় ২০০ টি প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এর মধ্যে স্বাস্থ্যসেবার বর্তমান অবস্থা, সুযোগ, চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের বিষয়টি আলোকপাত করা হয়েছে। আবার সংক্রামক ও অসংক্রামক রোগ নিয়ে প্রতিবেদন করা হয়েছে যা স্বাস্থ্য ব্যবস্থার বিদ্যমানসুযোগসমূহ কিভাবে আরো
জনগণের দোরগোড়ায় পৌছে দেয় যায় সে বিষয়গুলো উঠে এসেছে।

পাবলিক হেলথ এক্সপার্ট এবং কনসালট্যান্ট জনাব রেহান উদ্দিন আহমেদ রাজু এ সংক্রান্ত মূল উপস্থাপনা পরিবেশন করেন। এরপর মুক্ত আলোচনা পরিচালনায় অংশগ্রহণ করেন। সম্মানিত আলোচকগণ মুক্ত আলোচনায় স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য-সেবা বিষয়ে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।

দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জনাব মোহাম্মদ জাকারিয়া সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। তিনি বলেন সাবইকে দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। সভাপতি হিসেবে ভ‚মিকা পালন করেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এনসিডিসি) জনাব অধ্যাপক ডা. মোঃ রোবেদ আমিন। তিনি বলেন, হাসপাতালে বিদ্যমান সুবিধাসমূহ এবং কতিপয় বিনামূল্যে প্রাপ্ত ঔষধ সম্পর্কে চিকিৎসকরা যদি অন্তত একবার রোগীকে সরাসরি জানিয়ে দেন, তাহলে অনেক রোগী উপকৃত হতে পারেন। শুধুমাত্র না জানার কারণে অনেক রোগী অনেক সেবা ও সুবিধা থেকে বঞ্চিত।

আশা করা হচ্ছে, উক্ত সেমিনারের বক্তব্য এবং মুক্ত আলোচনার ফলে উত্থাপিত বিষয় সমূহ সবার জন্য গুণগত ও মানসম্পন্ন স্বাস্থ্য-সেবা প্রদান নিশ্চিতকরণে সহায়ক ও কার্যকরী ভ‚মিকা রাখতে সক্ষম হবে। উল্লেখ্য, বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংস্থা যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত
হয়। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন । বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ডেভেলপমেন্ট এর ভূমিকায় আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে কাজ করে থাকে। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস)ও ।

Round Table Dialogue on Present Status of Health Services: Opportunities, Challenges, and Way-Forward

A Round Table dialogue entitled "Current Status of the Health Services: Opportunities,
Challenges and Way Forward" was held today, 20 November 2022, Sunday, with the support of The Asia Foundation and jointly organized by the Non-Communicable Disease Control Program, NCDC (DGHS) and Bangladesh NGO's Network for Radio and Communication (BNNRC).

A total of 40 participants including representatives of civil society organizations, government
officials, and doctors were in the dialogue organized in the Department of Health meeting room. The objective of the dialogue was to inform the concerned policy-makers about the
achievements, results and summary of the seminar held at the division and district level with
multi-stakeholders and how to increase the health services for all by making healthcare more
accessible. At the beginning of the seminar, the Program Manager of the NCDC, Dr. Md. Shahidul Islam presented his welcome speech giving ideas about the topics of the dialogue. He also moderated the program.

Mr. AHM Bazlur Rahman, Chief Executive Officer of BNNRC, said that the purpose of today's dialogue is to discuss the Present Status of Health Services, Opportunities, Challenges and Way Forward to improve the capacity of the health sector. Under this initiative, we have provided 25 health journalists (ToT) Training of Trainers and 85 journalists in 4 regional trainings have been given ideas on fact-checking and evaluation techniques in health reporting. 6 seminars have been completed at the district and divisional levels.

Moreover, under this initiative, 50 Health Journalists of print, electronic and online media in
Dhaka and outside of Dhaka have been awarded to enable them to produce in-depth reports on health issues. 200 reports are being prepared under the fellowship. It highlights the present
status, opportunities, challenges, and way forward of healthcare. There are also reports on
communicable and non-communicable diseases that raise the issue of how the existing facilities of the health system can be brought to the doorsteps of more people. Public health expert and consultant Mr. Rehan Uddin Ahmed Raju delivered the keynote presentation.
Then the participants took part in an open discussion. Distinguished panelists shared their
valuable views and suggestions on healthcare through spontaneous participation in open
discussions.

Mr. Md. Zakaria, Senior Program Manager of The Asia Foundation, gave a brief speech. He
said all should take the responsibility to ensure health for all by playing a responsible role.
The Line Director of the NCDC Mr. Prof. Dr. Md. Robed Amin said in his speech to the chair that if the doctors directly inform the patient at least once about the facilities available in the hospital and some free medicines, many patients can benefit. Many patients are deprived of many services and facilities simply because of ignorance.

It is hoped that the issues raised as a result of the speech and open discussion of the seminar
will be able to play a helpful and effective role in ensuring quality and quality health care for all.
BNNRC is in Special Consultative Status with the Economic and Social Council (ECOSOC)
accredited with the World Summit on the Information Society (WSIS), SDGs Media Compact of
the United Nations, and UN WSIS prize winner 2016, Champion 2017, 2019, 2020, and
2021. BNNRC’s approach to media development is both knowledge-driven and context-
sensitive. It considers the challenges and opportunities created by the rapidly changing media
environment in the era of the Fourth Industrial Revolution.

 

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.