ভাদ্র শেষের জিরানি সৈকত
পাবনা প্রতিনিধি : ভাদ্র শেষ আশ্বিন মাসের সূচনা হয়েছে। তবুও ভাদ্র যেনো তার নিজস্ব অস্তিত্ব জানান দিয়েই চলেছে। এবারে দেশের অন্যান্য স্থানের ন্যায় পানিতে থইথই করছে পাবনার নদী, হাওর, বাওর, বিল। পানিতে তলিয়ে গেছে ঘর বাড়ি সহ অনেক ফসলি জমি।
খালে বিলে পানি আসায় প্রত্যন্ত অঞ্চলের মানুষদের মনে সুখ এসেছে তা বলাই যায়। সদ্য কাটা পাট বিলের পানিতে জাগ দেওয়া, ধোয়া, আশ ছড়ানোর জন্য পর্যাপ্ত পানি জমেছে পাবনার বিভিন্ন বিলে।
কৃষকেরা সেই পানিতে তাদের কাজ অনায়াসে করতে পারছেন। শুধু যে পাটের আশ ছড়ানোর কাজই হচ্ছে তা নয়। অনেকে মাছ ধরছেন সেখান থেকে। শুধু বড় রা নয়, এতে যুক্ত হয়েছে গ্রামের শত শত কিশোরেরা। নিজেদের চাহিদা মিটিয়ে সে মাছ বেশ ভালো দামেও বিক্রি করছেন তারা।
পাবনার জিরানি বিলেও পানি টলমল করছে। জায়গাটি অনেকের কাছে ‘চত্রার বিল’ নামে পরিচিত। পাবনা জেলার আটঘরিয়া এবং আতাইকুলা থানার অংশবিশেষ নিয়ে এর অবস্থান।
বিলের মাঝখান দিয়ে সরু পাকা রাস্তা টিতেও পানি উঠেছে। বিল পারাপার, ভ্রমণ পিপাসুদের নৌকা ভ্রমণের ব্যবস্থাও আছে। ঘাটে কয়েকটা নৌকা বাঁধা, মাঝিদের বয়স ১০-১৫ বছর। এদের মধ্যে অনেকেই আবার শিক্ষার্থী। অভাব অনটনের পরিবারে একটুখানি হাত বাড়িয়ে দেওয়ার প্রয়াস তাদের।
প্রতিদিনই জিরানি সৈকতে ভিড় দেখা যায় দর্শনার্থীদের। তাদের অনেকেই এখানে পর্যটন কেন্দ্র করার দাবি জানিয়েছেন। ভ্রমণ পিপাসুরা জানিয়েছেন, সরকারি পরিকল্পনায় জায়গাটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। তাই দরকার সুষ্ঠু পরিকল্পনার বাস্তবায়ন।