শনিবারে নিউ ইয়র্কে করোনা নিয়েছে ৮৪ জীবন

লকডাউনে দীর্ঘ সময় ঘরে থাকতে থাকতে নিউ ইয়র্কবাসী বেরুনোর জন্য অস্থির হয়ে পরে।

0

নিউ ইয়র্ক থেকে মাইন উদ্দিন আহমেদ : শনিবারে নিউ ইয়র্কে করোনা নিয়েছে ৮৪ জীবন । এ মাসের আট তারিখে নিউ ইয়র্কের লকডাউন তুলে নেয়া হয়েছে। করোনার মৃত্যুর হার কমে আসাতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন। অবস্হা বর্ননা করার জন্য গত শনিবার গভর্নর এন্ড্রু কুয়োমো সাংবাদিকদের জানিয়েছেন যে, নিউ ইয়র্কে মোট ২১৬,৪২১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২১,৭১০ জন। প্রেস ব্রিফিংয়ের সময় পর্যন্ত শনিবারে মারা গেছেন সর্বনিম্ন ৮৪ জন এবং এর আগের দিন মৃত্যু হয় ১০৯ জনের। তিনি বলেন, মৃত্যুর ঘটনা একশো-এর নীচে নেমে আসাতে অবস্হার উন্নতি স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে। তবে খুব প্রয়োজন ছাড়া ঘুরাঘুরি না করার পরামর্শ কর্তৃপক্ষ জারী রেখেছেন। এদিন পর্যন্ত চার লক্ষাধিক মানুষ কাজে যোগ দিয়েছেন এবং এধারা অব্যাহত রয়েছে। একত্রে হুড়োহুড়ি করে না খুলে পর্বে পর্বে বিভিন্ন প্রতিষ্ঠান ও কল-কারখানা খুলতে থাকবে। দোকান-পাট লকডাউন তুলে নেয়ার দিন থেকে খুলতে শুরু করেছে কিন্তু সব প্রতিষ্ঠান এখনো খোলেনি। লকডাউনে দীর্ঘ সময় ঘরে থাকতে থাকতে নিউ ইয়র্কবাসী বেরুনোর জন্য অস্থির হয়ে পরে। বেরুনোর উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর সবাই যেন প্রাণ ফিরে পায়। তবে মানুষের মনে এখনো করোনা আক্রান্ত হবার ভীতি কাজ করে। অভিজ্ঞ মহল মনে করছেন, সাবওয়ে (রেলওয়ে) সহ বিভিন্ন স্হানে হোমলেস মানুষদের অস্বাস্হ্যকর অবস্হান এখনো করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনাকে উন্মুক্ত রাখছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.