বাহারাইনে করোনার কারণে ভাল নেই বাংলাদেশী শ্রমিকরা ।

করোনায় কেমন আছে বাহারাইন প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা ।

0

সুজন মাহমুদ সুমন বাহারাইন থেকে : বাহারাইনে ভাল নেই প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা । করোনার কারণে কাজ নেই তাই বসে বসে খেতে হচ্ছে তাদের । এসব অসহায় কর্মহীন শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছে বাহারাইনে অবস্থিত বাংলাদেশ সোসাইটি বাহারাইন । তারা এসব অসহায় শ্রমিকদের খুজে বের করে তাদের বিভিন্ন সময় খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছে । বাংলাদেশ সোসাইটি বাহারাইনের সদস্য সুজন মাহমুদ জানায় আমরা রমজান মাসে প্রায় ১৩০০ প্রবাসী অসহায় কর্মহীন হয়ে পরা ভাইদের জন্য ইফতার ও সেহেরী সরবরাহ করেছি মাসব্যাপী।

অন্তত ১৫টি এলাকাতে বাংলাদেশ সোসাইটির এই র্কাযক্রম চলছে বিরতিহীনভাবে । পবিত্র রমজান মাসে প্রায় ৩০,০০০ + ইফতার ও সেহেরির খাবার সরবরাহ করেছে বাহারাইনে বাংলাদেশ সোসাইটি । বাংলাদশে সোসাইটির এই ব্যাপক র্কাযক্রম পরিদর্শন করার বাহারাইন প্রবাসী সকল কে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটির নেতৃবিন্দু। তারা জানান বাংলাদেশী দূর্তাবাস সব সময় তাদের পাশে থেকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে ।
বাংলাদশে সোসাইটি বাহরাইন (বাহরাইন সরকারর্কতৃক নিবন্ধনকৃত একটি সামাজকি সংগঠন)যা বাহারাইন প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধানে এ সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.