ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে নিউইয়র্ক উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
নিউইয়র্ক (ইউএনএ): প্রতিকুল আবহাওয়ায়ও ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে নিউইয়র্ক সহ সমগ্র উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। উইক ডে সোমবার ঈদ হলেও নামাজের জন্য ধর্মপ্রাণ হাজার হাজার মুসলিম নর-নারীর ঢল নামে মসজিদগুলোতে। ঈদের জামাতগুলোতে প্রবাসী বাংলাদেশী ও মুসলিম কমিউনিটি সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও নিউইয়র্কের কোথাও কোথাও খোলা রাস্তার উপরে ঈদের জামাত হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর ইউএনএ’র।
মহামারী করোনার ভয়াবহতার দু’বছর পর এবারের ঈদের দিন মুসলিম কমিউনিটিতে আনন্দের বন্যা নেমে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রং বে রং এর বাহারী পোষাক পরে মুসলিম কমিউনিটি ঈদের জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও ফোনকল, সামাজিক যোগাযোগের মাধ্যমেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। কেউ কেউ সপরিবারে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায় গিয়েও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিরূপ প্রকৃতির কারণে খোলা মাঠের পরিবর্তে কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) ভবনে ঈদুল ফিতরের চারটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১১টায়। জেএমসিতে হাজার হাজার মুসল্লীর আগমন ঘটনায় ভবন ছাড়িয়ে মসজিদ সংলগ্ন জেএমসি ওয়ের উপর খোলা রাস্তায় সমবেত হয়ে মুসল্লীরা নামাজে অংশ নেন। এতে জ্যামাইকা মূলধারার নেতৃবৃন্দের মধ্যে নিউইয়র্ক সিটির কম্পট্রোলার ব্যান্ড লিন্ডার ও পাবলিক এডভোকট জুমানী উইলিয়াম, কুইন্স ডিষ্ট্রিক্ট এটর্নী মেলিন্ডা ক্যাটস, ষ্টেট অ্যাসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রীন ও সিটি কাউন্সিলওম্যান নাতাশা উইলিয়াম শুভেচ্ছা বিনিময় করেন। নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল ড. মো. মুনিরুল ইসলাম এখানে নামাজ আদায় করেন । জেএমসি’র প্রথম দুই জামাতে ইমামতি করেন যথাক্রমে জেএমসি’র ইমাম ও খতীব মাওলানা মির্জা আবু জাফর বেগ ও জেএমসির অন্যতম পরিচালক ইমাম শামসী আলী। উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেএমসি পরিচলনা কমিটির সভাপতি ডা. সিদ্দিকুর রহমান সহ অন্যন্য কর্মকর্তা। জেএমসি-তে ঈদের নামাজ শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে ডিএইচ হোমে কেয়ারের সৌজন্যে মিষ্টি খাবার বিতরণ করা হয়।
নিউইয়র্কের অপর দুটি বড় ইসলামিক সেন্টারের মধ্যে ব্রুকলীনের বাংলাদেশ মুসলিম সেন্টারে সকাল সাড়ে ৮টায় ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়। আর ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৮টায়, সাড়ে ৯টায়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব মাওলানা জুবাইর রাশিদ। দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন মৌলভী নূরুল ইসলাম। উল্লেখ্য, পার্কচেস্টার জামে মসজিদ কমিটির সাবেক কর্মকর্তা শামসুদ্দিন মসজিদে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় প্রথম জামাত নির্ধারিত সময়ের একটু পরে শুরু হয় বলে জানা যায়। নিউইয়র্কের অন্যতম পুরনো মসজিদ ম্যানহাটানের মদিনা মসজিদ ভবনে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৯টায় ও সকাল সাড়ে ৯টায়।
এছাড়াও নিউইয়র্কের উল্লেযোগ্য মসজিদ ও ইসলামিক সেন্টারগুরোর মধ্যে জ্যামাইকার আরাফা মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা ও সকাল ১০টায়। জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে মসজিদ ভবনে ৫টি জামাত অনুষ্ঠিত হয় এক ঘন্টা পর পর যথাক্রমে সকাল সাড়ে ৬টা, সাড়ে ৭টা, সাড়ে ৮টায়, সাড়ে ৯টা এবং সকাল সাড়ে ১০টায়।
জ্যামাইকার মসজিদ মিশন জামে মসজিদে (হাজী ক্যাম্প মসজিদ) ঈদুল ফিতরের ৪টি জামাত অনুষ্ঠিত হয় এক ঘন্টা পর পর যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা ও সকাল ১০টায়। এখানকার জামাতে ইমামতি করেন যথাক্রমে হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা মানজুরুল করিম, হাফেজ তানভির ও হাফেজ মাওলানা জাহিদুর রহমান।
জ্যামাইকার দারুস সালাম মসজিদ ভবনে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায়। মোহাম্মদী সেন্টার ও নিউইয়র্ক ঈদ গাঁ কমিটির উদ্যোগে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ঈদের ৩টি জামাত অনুষ্টিত হয় যথাক্রমে সকাল ৯টা, ১০টা ও ১১টায়। এছাড়াও জ্যকসন হাইটসের ৭৩ ষ্ট্রীটে খোলার রাস্তার উপর একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
উডসাইডের আবু হুরায়রা জামে মসজিদের উদ্যোগে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৭টায়, সোয়া ৮টায় এবং ৯টায়।
এস্টোরিয়ার আল আমীন মসজিদের উদ্যোগে মসজিদ ভবনে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও সকাল ৯টায়।
ব্রুকলীনের বায়তুল জান্নাহ জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে মসজিদ ভবনেই ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৬টা থেকে শুরু করে আধা ঘন্টা পরপর।
ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে ৩টি জামায়াত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৮টা, সকাল পৌনে ৯টায় এবং সকাল সাড়ে ৯টায়। প্রথম জামায়াতে ইমামতি করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া, দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন প্রিন্সিপ্যাল মাওলানা একে আব্দুন নূর এবং তৃতীয় জামায়াতে ইমামতি করেন হাফিজ বদরুল আলম। প্রতিটি জামাতে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মো. আহসান রাসুল নাসির, সাধারণ সম্পাদক লালন আহমেদ ও কোষাধ্যক্ষ ইকবাল হোসেন বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবণ তৈরীর লক্ষে মসজিদের জন্য ১.৫ মিলিয়ন ডলারের জায়গা ক্রয়ে সকলের আর্থিক সহযোগিতা কামনা করেন। এখানকার নামাজে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন সহ করোনায় নিহতদের আত্মার মাগফেরাত ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লীদেও মিষ্টিমুখ করানো হয়।
নর্থ ব্রঙ্কস জামে মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামায়াতে ইমামতি করেন মাওলানা সৈয়দ জুবায়ের আহমেদ। দ্বিতীয় জামায়াতে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব হাফিজ মুসাদ্দেক আহমেদ এবং তৃতীয় জামায়াতে ইমামতি করেন মাওলানা আতাউর রহমান। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ জামিন আলী।
এছাড়াও নিউইয়র্কের জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, উডসাইডের আবু হুরায়রা মসজিদ, ইষ্ট এলমহার্ষ্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টার, বায়তুল ইসলাম মসজিদ এন্ড কমিউনিটি সেন্টার ইনক, এস্টোরিয়ার শাহজালার মসজিদ, গাওসিয়া মসজিদ, ব্রঙ্কস মুসলিম সেন্টার, ব্রঙ্কস ইসলামিক কালচারাল সেন্টার মসজিদ বিলাল, শাহ জালাল দারুস সুন্নাহ, বাইতুল মামুর মসজিদ, ওজন পার্কের আল আমান মসজিদ, বাফেলো মুসলিম সেন্টার (বিএমসি) সহ বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
অপরদিকে ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের নিউজার্সী, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, ওয়াহিও, ফ্লোরিডা, ম্যাসেচুসেটস, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, এরিজোনা, নিউ হ্যামশায়ার, রোড আইল্যান্ড, ওয়াশিংটন, ইলিনয়, মিনেসোটা, আলাবামা, কানসাস, লুইজিয়ানা সহ প্রভৃতি স্টেটে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার খবর পাওয়া গেছে।