এনওয়াইবিসিএল টি-টুয়েন্টির ফাইনালে ঈগল চ্যাম্পিয়ন

0

নিউইয়র্ক (ইউএনএ): নিউইর্য়ক বাংলাদেশ ক্রিকেট লীগ (এনওয়াইবিসিএল) এর টি-টুয়েন্টির ফাইনাল খেলা গত ৩ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়। এতে ঈগলস ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরক অর্জন করে। উল্লেখ্য, ঈগলস ক্রিকেট ক্লাব এই বছর নিয়ে একটানা পর পর চারবার শিরাপা জয়ী দল হিসেবে চ্যাম্পিয়ান ট্রফি নিজেদের ঘরে রাখলো। খবর ইউএনএ’র। ব্রুকলীনের রয় এ. সুয়েনী ক্রিকেট ওভাল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার শুরুতে গোল্ডেন বাংলা ক্রিকেট ক্লাব ট্রসে জয় লাভ করে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। জবাবে ঈগলস ক্রিকেট ক্লাব ১২ ওভার ৪ বলে ১১৯ রান সংগ্রহ করে ৭ উইকেটে জয় লাভ করে। ঈগলস- এর ফায়জল ৩৩ বলে ৬৭ রান সংগ্রহ করে ম্যান অফ ফাইনাল নির্বাচিত হয়।

বিপুর সংখ্যক ক্রিকেটপ্রেমী প্রবাসী বাংলাদেশী খেলাটি উপভোগ করেন। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ান দলকে ৫,০০০ হাজার ডলার ও রানার্স আপ দলকে ২,০০০ হাজার ডলারের প্রাইজমানি দেওয়া হয়। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টাইম টেলিভিশন খেলাটি সরাসরি সম্প্রচার করে।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইর্য়ক বাংলাদেশ ক্রিকেট লীগের প্রেসিডেন্ট সরওয়ার চৌধুরী, টাইম টেলিভিশন ও সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সিইও আবু তাহের, ইমিগ্র্যান্ট এলডার হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মিসবা আবদীন, ক্লাব ডিরেক্টর অফ ইউএস ক্রিকেট-এর অজিত ভাস্কর, শেড অফ ভিশনের জুয়েল, কোর ভিশন ক্রেডিট রিপেয়ারের মোহাম্মদ আবুল হাসেম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট লীগ আয়োজনের প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ নতুন প্রজন্ম সহ যুব সমাজকে খারাপ কার্মকান্ড থেকে দূরে রাখার পাশাপাশি তাদের মন-মনসিকা প্রফুল্ল রাখতে সহায়হক হবে। তারা আরো বেশী করে খেলাধুলা আয়োজনে সহযোগিতা করার জন্য কমিউনিটির বিত্তবানদের প্রতি আহ্বান জানান। এসময় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বিনোদ এসোসিয়েটের আরিফ চৌধুরী, আবু সাইদ মাসুম, জগলুল হুদা, ফাস্ট ট্যাক মোবালিটির মেহেদী হাসান, সুন্দরবন এজেন্সীর মীর, নিউইর্য়ক বাংলাদেশ ক্রিকেট লীগ কমিটির মেম্বার মাজহারুল ইসলাম জনি, লিসান চৌধুরী, ফয়সাল রাহমান, সামসুল হুদা, মেহরাজ মাসুদ, ওয়ায়েস আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.