পরচ্ছন্দ যাপন মানুষের/ কাজী আতীক। নিউ ইয়র্ক

0

পরচ্ছন্দ যাপন মানুষের/
কাজী আতীক।
মানুষের জন্য কেবল অসহায় সমর্পণই নির্ধারিত,
অথচ মানুষ তা’ কি মানতে চেয়েছে কখনো?
যতক্ষণ না সে নিজে নিদান সময়ে হয়েছে উপনীত,
যদিও মানা না মানা তখোন কি কিছু যায় আসে আর?
অতঃপর কেবলই এক নিরবচ্ছিন্ন পরচ্ছন্দ যাপন।
অতএব হে মানুষ! কিসের আবার অহংকার তোমার?
(নিউ ইয়র্ক, ২৬ এপ্রিল ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.