আগত অজানা তবু ঈদ আনন্দ/ কাজী আতীক। নিউ ইয়র্ক

0
আগত অজানা তবু ঈদ আনন্দ/
কাজী আতীক।
এক বিষ বাষ্প প্রচ্ছায়া ঘিরে আছে ঘর
ঘর! এক অমীমাংসিত অভিলাষ আনন্দ বেদনার,
যদি এক অদৃশ্য কালো হাত বিপুল মেলেছে থাবা
বিবর্ণ পলাতকা সময়ের গর্ভে জন্ম নিচ্ছে নিত্যদিন
জাতক ড্রাগন, যার আগুনে নিশ্বাস লোলুপ জিহ্বা,
এক অনিশ্চিত অবয়ব ক্রমশ পরিস্ফুট
আগামীর প্রতিদিন, এক নষ্ট পরাগায়ন সময়ের
জাতক প্রহর, আর অজানা আতংক সংক্রমণ যেমন,
অতঃপর আগত অজানায় ভীষণ বিচলিত অনুভব
সীমিত বিকল্প প্রাক্কলন যদি, কীইবা ভরসা তখোন?
তারপরও কিছু আনন্দ উপলক্ষ আছে- যেমন ঈদ
মোবারক সময় বছরান্তে যখোন কড়া নাড়ে দরোজায়
অন্তত কিছুক্ষণ ভুলিয়ে রাখে আমাদের- কুহক যন্ত্রণা।
(নিউ ইয়র্ক, ঈদ ২০২১)
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.