অনুশোচনা । আব্দুল ওয়াদুদ

0

   অনুশোচনা

– আব্দুল ওয়াদুদ

সুখের লেগে গড়েছো ধনের পাহাড়,
ভেবেছো কাউকে না দেবে।
এ ধনের মাঝে আছে গরীবের অধিকার,
কখনো কী দেখেছো ভেবে?
যাদের জন্যে বেঁধেছো সোনার প্রাসাদ,
তারাই হবে এ ধরায় সুখী,
পরকালে পার পাবেনা কখনও,
যদি না থাকে কোনো নেকি।
পড়ালেখা করে সন্তানেরা হবে বড় অফিসার,
থাকবে বড় বড় ফ্ল্যাটে।
হয়তো তোমার জায়গা হবেনা তাতে,
হতে পারে কোনো বৃদ্ধাশ্রমের খাটে।
ঈদের দিনে সেজেছো নতুন জামাকাপড়ে,
খেয়েছো গোস্তো, রুটি, সেমাই, পুলি।
প্রতিবেশীর ঘরে জ্বলেনি যে চুলা,
দেখেছো কী চোখ খুলি?
বড় ঈদে কোরবানি দিয়েছো আঁড়িয়া,
গোস্তো হয়েছে মেলা।
ভরতি করেছো ফ্রিজের সব কোঠা,
দুস্থদের খাওয়াও নি একবেলা।
ছেলের বিয়েতে করেছো বেশ ধুমধাম,
হয়েছে বড়লোকদের ভূরিভোজ।
ফকির-মিসকিনদের হয়নি কোনো ঠাঁই,
তাদের কী নিয়েছো খোঁজ?
সময় থাকতে জাগো, কর অনুশোচনা,
ছেড়ে দাও ভবের মায়া।
সেবা কর গরীব, অসহায় দুস্থদের,
তবেই পেতে পার মহান রবের দয়া।

সহ-সভাপতি : কৃষ্ণচুড়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, নীলফামারী।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.