সতীর্থ সময়/ কাজী আতীক । নিউ ইয়র্ক

0

সতীর্থ সময়/
কাজী আতীক।

যে গেছে সে আগন্তুক সময়ের প্রতিকূলে,
যে আছে সে বহমান সময়ের অনুকূলে
যে নেই কিংবা ছিলো না, সে সময়ের অন্য পিঠে,

থাকা না থাকা বস্তুত এক আসা যাওয়ার নামান্তর,
গতির অনুরূপ কিংবা বিকল্পও নয়, তবে
নিশ্চিত- স্থিতির বিপরীত এক প্রবাহ, এক আবর্ত
যা সাধারণ অথবা দ্বিমাত্রিক সম্মুখ এবং ঊর্ধ্ব
উভয় দ্রুতিতেই অপরিমাপযোগ্য এক আবহ বিশেষ।

স্থিতি- হয়তো গতির বিপরীতে এক ধারণা কেবল,
যেমন দা ভিঞ্চির মোনালিসা, তুলির আঁচড়ে বৃন্দাবন
এক অনুভব অনুরণন, পরাবাস্তব এক সতীর্থ সময়।

(নিউ ইয়র্ক, ৮ সেপ্টেম্বর ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.