শৃঙ্খল অবমুক্তির পর/ কাজী আতীক। নিউ ইয়র্ক
শৃঙ্খল অবমুক্তির পর/
কাজী আতীক।
এখনো এক পাথর পাথর বিকলাঙ্গ সময়, নড়ছে না,
যেনো বাধা রয়েছে পাখা
বিপন্ন এক অস্থিরতায় স্থির, এক ভিন্ন সময় এখোন।
চড়ুই আরশোলার মতো এক অনায়াস পরজীবী বাস-
ঠিক বলা যাবে না যদিও, তবে তথৈবচ,
যা চাইনি কখনো,
আমার বরাবরের পছন্দ বাবুইয়ের শ্রম আবাসন,
এক কায়ক্লেশের বসবাস যদিও
তবে নিজস্ব শ্রমে গড়া আচ্ছাদন, নিজস্ব সৃজন-
তাই খুঁজে পাওয়া যায় তাতে উদযাপনের হাজার কারণ।
তবে শৃঙ্খল অবমুক্তির পর, তুমি ভেবে দেখতে পারো।
(নিউ ইয়র্ক, ১৮ সেপ্টেম্বর ‘২০২১০