শৃঙ্খল অবমুক্তির পর/ কাজী আতীক। নিউ ইয়র্ক

0
শৃঙ্খল অবমুক্তির পর/
কাজী আতীক।
এখনো এক পাথর পাথর বিকলাঙ্গ সময়, নড়ছে না,
যেনো বাধা রয়েছে পাখা
বিপন্ন এক অস্থিরতায় স্থির, এক ভিন্ন সময় এখোন।
চড়ুই আরশোলার মতো এক অনায়াস পরজীবী বাস-
ঠিক বলা যাবে না যদিও, তবে তথৈবচ,
যা চাইনি কখনো,
আমার বরাবরের পছন্দ বাবুইয়ের শ্রম আবাসন,
এক কায়ক্লেশের বসবাস যদিও
তবে নিজস্ব শ্রমে গড়া আচ্ছাদন, নিজস্ব সৃজন-
তাই খুঁজে পাওয়া যায় তাতে উদযাপনের হাজার কারণ।
তবে শৃঙ্খল অবমুক্তির পর, তুমি ভেবে দেখতে পারো।
(নিউ ইয়র্ক, ১৮ সেপ্টেম্বর ‘২০২১০
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.