ফেরত খাম/ কাজী আতীক। নিউ ইয়র্ক

0

ফেরত খাম/
কাজী আতীক।

পাঠিয়েছো সুরের আলাপনে এক বিহ্বল কান্না,
ইতস্তত মেঘের আকাশ বিষণ্ণতায় ছাওয়া,
কোনো স্বগতোক্তি কিংবা দীর্ঘশ্বাস যেমন
তুমি পাঠিয়েছো কেবল,
জানতে চাওনি কেমন- এদিকের বাতাবরণ।

তবু জানাই, আমার আকাশ একেবারেই ফাঁকা
না মেঘ, না গ্রহ উপগ্রহ, নেই নক্ষত্র তারাও
এক শূন্য অন্তরীক্ষ- শুধুই নীল বিষে ছাওয়া,

এমন মরু আকাশ কেউ দেখোনি কোনো দিন।

(নিউ ইয়র্ক, ১৯ সেপ্টেম্বর ‘২০২১)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.