আমার স্রষ্টা, জ্যাকলিন কাব্য

0

আমার স্রষ্টা
~~~~~
জ্যাকলিন কাব্য
~~~~~~

আমি ভগবান কে দেখেছি,
রাস্তায় পড়ে ছিল একটি শিশু
তার অভুক্ত কাতর আওয়াজে
আমি সত্যিই ভগবান দেখেছি।

আমি খোদাকে দেখেছি,
শক্ত ইটে মাথা রেখে শীতে
কাঁপতে থাকা বুড়িটার ঘুমে
আমি সত্যি খোদাকে দেখেছি।

আমি ঈশ্বর দেখেছি,
ক্ষুধায় ছটফট করা শিশুকে
মায়ের দেয়া মিথ্যা আশ্বাসে
আমি সত্যি ঈশ্বর দেখেছি।

আমি প্রভুকেও দেখেছি,
ক্লান্তি বুকে লুকিয়ে দুর্বল
ভ্যানচালকের ঘামের ফোঁটায়
আমি সত্যি প্রভুকে দেখেছি।

আমি স্রষ্টাকে খুঁজে পাইনি,
কোনো মসজিদ, মন্দিরে
আমি স্রষ্টাকে পেয়েছি
মানুষের ব্যথিত, কাতর সুরে।

আমি স্রষ্টাকে পাইনি,
প্যাগোডা, গির্জার ভেতরে
আমি স্রষ্টাকে পেয়েছি
বঞ্চিত মানুষের ভীড়ে।

—– আমার স্রষ্টা
জ্যাকলিন কাব্য
কাব্যজয়।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.