অবাধ / কাজী আতীক । নিউ ইয়র্ক
অবাধ/
কাজী আতীক।
তোমার হাজার দোয়ারি প্রাসাদ
তুমি শক্ত করে খিল এঁটেছো ভেতর বাহির
সদর দরোজায় তালা দিয়ে হারিয়ে ফেলেছো চাবি,
বন্ধ তোমার বাহির বাড়ী ভেতরে যাবার পথ।
আর আমার দরোজা বিহীন জীর্ণ কুঁড়েঘর
ভেতর বাহির আসা যাওয়ার অবাধ আয়োজন।
আমার এ ঘর, হাত বাড়ালেই আকাশ ছোঁয়া যায়
এবং পা’ বাড়ালেই পর্বত নদী বনানী সাগর।
তোমার হাজার দোয়ারি প্রাসাদ
আয়েশি যাপন তবু এক শৃঙ্খল, বন্দীদশা যেমন,
আমার দরোজা বিহীন জীর্ণ কুঁড়েঘর
এখানে অবাধ বাতাস অবাধ আলো বৃষ্টি অঝোর.
ভেতর বাহির আসা যাওয়ার অবাধ আয়োজন।
(নিউ ইয়র্ক, ১৯ অক্টোবর ‘২০২১)