ইল্লা মাশাআল্লাহ/ কাজী আতীক । নিউ ইয়র্ক
ইল্লা মাশাআল্লাহ/
কাজী আতীক।
একটা সময় ছিলো যখোন সমাজতন্ত্র, গণতন্ত্র আর মধ্যপন্থি
ন্যাটো, ওয়ারশ, ন্যাম এই তিন ভাগে বিভক্ত ছিলো পৃথিবী
যদিও এখোন আর ওসব নিয়ে মাথা ঘামায় না কেউ,
উত্তর দক্ষিণ লড়াইটা প্রায় থেমেই গেছে আজ বহুদিন।
তবে- তাই বলে পৃথিবীর খণ্ডিত রূপ বদলায়নি মোটেই।
বরং আরো বিশ্রীভাবে খণ্ডিত রূপটি পাকাপোক্ত হয়েছে যেনো।
এখনকার ভাগগুলো ধর্মান্ধ, অধর্মান্ধ এবং কিছু মধ্যপন্থি আগের মতো
ধর্মান্ধরা মনে করে অধর্মান্ধরা সব নাস্তিক অতএব প্রতিরোধ অনিবার্য
আর অধর্মান্ধদের মতামত হলো, ধর্মকর্ম যারাই করে জঙ্গি তারা সকলে।
মধ্যপন্থিদের কেউ ডিগবাজি খায় এদিকে কেউ আবার অন্যদিকে ঝুলে।
ইল্লা মাশাআল্লাহ, শোভন সংস্কার শুদ্ধ প্রেম কিছু এখনো বেঁচেবর্তে আছে।
(নিউ ইয়র্ক, ২৬ নভেম্বর ‘২০২১)