ঈশ্বরদী উপজেলার তিন ইউনিয়নে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করলেন যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস

0

এস এম রিমন হোসেন, ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি : আর মাত্র ১ দিন পরেই ঈশ্বরদী উপজেলায় প্রতিটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন নির্বাচন উপলক্ষে নৌকার প্রচারনায় ঈশ্বরদীর প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে বার্তা পৌছে দিচ্ছেন পাবনা-৪ আসনের সাংসদ পুত্র বিশিষ্ট সমাজসেবক, করোনা প্রতিরোধ কমিটির যুগ্ন আহ্বায়ক ও যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

বঙ্গবন্ধুর আদর্শ কে বুকে ধারন করে , বঙ্গবন্ধুর কন্যার হাত কে শক্তিশালী করতে আজ ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন, ছলিমপুর ইউনিয়ন, ও সাহাপুর ইউনিয়নে বাড়ি, বাড়ি, মোড়ে, বাজারের দোকানে, গনসংযোগ, আলোচনা সভা, পথসভা, উঠান বৈঠকে গিয়ে মানুষের দ্বারে দ্বারে এভাবেই নৌকা প্রচারনা চালিয়ে বঙ্গবন্ধুর ইতিহাস, বাঙ্গালি জাতি গঠনে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশের উন্নয়নের রোল মডেল তুলে ধরে, নৌকায় ভোট চান তিনি।

তিনি বলেন, বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এ উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দিন। মনে রাখবেন নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক, উন্নয়নের প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক।আওয়ামী লীগ সরকারের গত ১৩ বছরের উন্নয়ন তুলে ধরে জননেত্রী শেখ হাসিনার সেবা প্রতিটি ইউনিয়নের ঘরে ঘরে পৌছে দিতে নৌকা প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়নের কৃষক লীগ নেতা আকবর, কৃষি বিষয়ক সম্পাদক ইকলাসুর রহমান বাবু, ,সাহাপুর ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী আকাল সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা,সাংগঠনিক সম্পাদক জুলমত হায়দার, ছলিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস, পৌর যুবলীগের সাবেক যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন নয়ন,যুবলীগ নেতা জুয়েল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ, সাবেক ঈশ্বরদী পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমজাদ হোসেন অবুজ, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজান মালিথা, মৃতঃ সাহাবুল আলম সরদারের পুত্র মেহেদী সরদার, যুবনেতা মাঈনুল ইসলাম রাজন,ছলিমপুর ইউনিয়ন যুবলীগ নেতা কামাল বিশ্বাস, সোহেল বিশ্বাস, সেলিম বিশ্বাস, জসিম বিশ্বাস,সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সাব্বির হাসান, ছাত্রলীগ নেতা আশিক হায়দার বিশাল, এস এম রাতুল হাসান,প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা, যুবলীগ, ছাত্রলীগ সহ প্রমুখ।

উল্লেখ্য, করোনা প্রতিরোধ কমিটি গঠন করে মহামারী করোনা ভাইরাসে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, খাদ্য সামগ্রী বিতরন, অক্সিজেন, মানবিক সেবা থেকে শুরু করে নিজস্ব অর্থায়ন ও ত্রান সহযোগিতায় ব্যাপক ভূমিকা পালন করে ভুয়সী প্রসংশা অর্জন করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.