শ্বাসপ্রশ্বাস । আরিফ আহমেদ সিদ্দিকী
শ্বাসপ্রশ্বাস
আরিফ আহমেদ সিদ্দিকী
শ্বাসপ্রশ্বাস এই ছোট্ট জীবন
কতটা সুখ আর কতটা আপন
জীবনটা হয় বুঝি এমন
কাটিয়ে দিলাম আবোলতাবোল।
বেঘোরে স্বপ্নগুলো নয়নে ভাসে
কতটুকু ভালো কাজে ছিলাম জড়িয়ে
দেখতে দেখতে দিন যায় চলে
আমি তুমি সে কেউ কারো নয় সাজে!
কত কিছু নিয়তি, ভেঙে যায় কপাল
নসিব বলেই হয়তো একাল সেকাল
সময় অল্প, গল্প বেশি কেটে যায় যুগ
কিছু কি নিতে পারবো, ওপার নগরে।
ভালো থাকুক সবকিছু নগর জুড়ে
ধর্মে কর্মে স্বভাব জ্ঞানে জ্বলুক বাতি
মানুষে মানুষে ভাতৃত্বের বন্ধনে
অটুট থাক জীবন প্রস্থানের মুহূর্তে?
আছে, চাই, থাকুক, অনেক অনেক
হয়তো বা সঙ্গী হবে না কিছুই
চলো ওই ধর্মশালায় বসি নিরালায়
পাপপুণ্য বিচার যদি নিজে থেকে হয়!