ভুলে যেও, ভুলতে পারিনা তোমায়! – আরিফ আহমেদ সিদ্দিকী

0

ভুলে যেও, ভুলতে পারিনা তোমায়!
-আরিফ আহমেদ সিদ্দিকী

পারমিতা, আর কি চাও তুমি
গহীন অন্ধকারে আকাশে ফানুস উড়ানো
লেট নাইট ডিনার নাকি ডার্ক পার্টি
রিক্সায় চড়ে ঘুরতে না পার্কে বেড়াতে।

পারমিতা, অজস্র ভালোবাসা জড়ানো একগুচ্ছ গোলাপ সাথে চকোলেট, আইসক্রিম চাও?
নাকি বড় বড় সুপার মলে
কেনাকাটা আর বিলাসিতায় হারাতে।

পারমিতা, হোস্টেলের খালাকে ম্যানেজ করে
রাতবিরাত ঘুরে আবার ফিরে যাওয়া
বাইকের হাই স্প্রীড আর খোলা হাওয়ায়
শহরের সোডিয়াম আলোর ঝলকানি মাড়িয়ে।

পারমিতা, জন্মদিনে তোমার পাওয়া আইফোন
গর্জিয়াছ পোষাকের সমাহারে, লালনীল পানি
বর্ণিল চোখ ঝাঝানো মাতোয়ারা আয়োজনে
ভুলেই গেলে অতীতের সব কিছু নিজের অজান্তে।

পারমিতা, তাহলে সেদিন ভালোবাসার ছলে
হাতে হাতটি রেখে বের হলে ঘর থেকে
দুজনের হারিয়ে যাওয়া বনেজঙ্গলে গহীনের সীমানায়
হঠাৎ তুমি নেই দৃষ্টিসীমার আনাচে-কানাচে।

পারমিতা, অনেক খুজেছি তোমাকে রাত-বিরাতে
এভাবে ঠকালে আমায় কঠিন জ্বালা দিয়ে
বলোনি তাই জানিনি, এসে দেখলাম তোমার রুপ
ভালো থেকো, ভুলে যেও, ভুলতে পারিনা তোমায়?

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.