ভাঙ্গা আয়নায় মুখ দর্শন । কাজী আতীক । নিউ ইয়র্ক

0
ভাঙ্গা আয়নায় মুখ দর্শন/
প্রবাসে বসবাসকারী আনেকেই যেমন দেশ সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে, দেশের অবস্থা ও ব্যবস্থাপনা সম্পর্কে একটা তাচ্ছিল্য ভাব পোষণ করেন এবং সচরাচর তা প্রকাশও করেন ঠিক তেমনি যারা কোনো একটা মাধ্যমে দেশে কিছুটা পরিচিতি সহ প্রবাসে এসেছেন তাঁদের অনেকের মধ্যেই তাঁদের অভিব্যক্তিতে, কথা বার্তায় কিংবা লেখালেখিতে প্রবাসের মানুষদের নিয়ে, তাঁদের আচার আচরণ মূল্যবোধ নিয়ে, তাঁদের ভাষা, শিক্ষা কিংবা সাংস্কৃতিক দায়বোধ নিয়ে ঢালাওভাবে একটা হাস্যকর তাচ্ছিল্য ভাব প্রকাশ করতে দেখা যায়।
তাছাড়াও অঞ্চল ভেদে ভিন্ন অঞ্চলকে নিয়ে হাস্য রসাত্মক ব্যাঙ্গ বিদ্রূপকারীদের সংখ্যাও নেহাত কম নয়।
এরা সবাই আসলে কাক থেকে কোকিল সাজার প্রাণান্ত চেষ্টায় লিপ্ত বলেই আমার মনে হয়। ভাবটা এদের এই যে ‘আমি কি হনুরে’। কিন্তু এতে করে কার কি লাভ হচ্ছে তা আমার বোধগম্য নয়। অন্যকে হেয় করে আদৌ কি নিজেকে সংস্কৃতিবান প্রমাণ করা যায়? বরং উলটো তাঁদের রুচি, জ্ঞান, মনন ইত্যাদি মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয় বলেই আমার বিশ্বাস। তাই এরা নিজেদের যতোই সম্ভ্রান্ত ভাবুন, এরা সবাই আসলে এক সম-ভ্রান্ত পথের পথিক মাত্র।
বৃক্ষ তোমার নাম কি? ফলেই পরিচয়’।
কাজী আতীক,
নিউ ইয়র্ক, ১৩ অক্টোবর ‘২০২০।
আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.