মুখোশ খুলে দে । আতিয়ার রহমান

0

মুখোশ খুলে দে

আতিয়ার রহমান

দরদী সময় ছিলো পাখিদের কলতান
গ্রাম জুড়ে ছায়াময় বৃক্ষেরা ফলবান।
হিংসার জাল কারা বিছালো এ গ্রামটায়
সুশীল সুবোধজন মেধাবীরা ট্রাম খায়।

শান্তির সুবাতাস কেঁড়ে নিলো চাঁড়ালে
হানাহানি ঘোরপ্যাঁচ মুখোশের আড়ালে।
হত্যার কলঙ্কে ঢেকে দিলো ঢাকপাড়
সুমন কবরে শুয়ে খুনি বলে ডাকছাড়।

প্রতিরোধ ছাড়া কেউ পাবে নাতো নিস্তার
সুমনের পরিনতি ক্রমে হবে বিস্তার।
তারুণ্য জেগে উঠে দায় কাঁধে তুলে নে
অনাচারী, খুনিদের মুখোশটা খুলে দে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.