চাঁদ ফুটে ছিলো । মতিন বৈরাগী

0

চাঁদ ফুটে ছিলো
মতিন বৈরাগী

থমকে থাকা জলের শরীরে ফুটে আছে চাঁদ
রূপ-লাবন্যের চন্দ্রালোকদ্যুতি
যেনো বিশ্ব-ব্রাক্ষ্মণ্ডের শ্রেষ্ঠ হীরক বিভূতি
সহস্র-সহস্র বছর যে ছিলো গোপন
দীপ্তিহীন জলের মলিন পাঁজরে

নোঙরা ঘোলা-কালো জল বলে চাঁদ তারে করেনি হেলা
আপন দরদে দিয়েছে সে বিভা
মোহময় কারুকাজ. শতো চাঁদ হয়ে শরীরে তাহার
প্রকৃত প্রেমিকের মতো ফুটিয়ে সুন্দর ফুটেছে সে নিজে
সতত আলোর অলোক ধারায়
মানুষ ফোটে না আর ফোটে চাঁদ…
………………….
১৬ নভেম্বর কবি মতিন বৈরাগীর জন্মদিবস ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.