তুমি/ কাজী আতীক

0

তুমি/
কাজী আতীক

তুমি হাত বাড়ালেই- কক্ষপথ সংকোচিত হয়ে
পড়শি নক্ষত্র পুঞ্জ যেনো চলে আসে স্পর্শ দূরত্বে,
তুমি চোখ তুলে তাকালেই ঘূর্ণিঝড় স্থিমিত হয় উত্তাল সমুদ্রে
তুমি হাসলে যেনো দ্বাদশ চাঁদের দেখা মিলে কৃষ্ণপক্ষ রাতে।

এমনই তুমি- এই তোমার মন খারাপে
যুদ্ধ বেধে যায় পৃথিবীর হাজার জনপদে
ঘন মেঘে ছেয়ে যায় আকাশ,
আলো বিকিরণ বন্ধ করে দেয় সূর্য ও নক্ষত্র ছায়াপথে
অন্ধকারের কালো- বসতি গড়ে বিশ্বজগত ও অন্তরীক্ষে।

এমনই তুমি- এই তুমি কাছে এলে
বৃষ্টি অঝোর ঝরে বাতাসের কোমলতা ফিরিয়ে দেয়
নির্মল নিশ্বাসের নিশ্চয়তা মিলে,
হিম প্রবাহেও তুমুল পল্লবিত হয় বৃক্ষরাজি
নিমিষে স্রোতস্বিনী হয়ে যায় চর পড়া নদী

এই তুমি- এমনই তুমি
তুমি হাত বাড়ালেই ভূপৃষ্ঠ সংকোচিত হয়ে
যেখানেই আমি দাঁড়িয়ে- যেনো স্বদেশ মৃত্তিকা প্রিয় ভূমি।

(নিউ ইয়র্ক ১১ অক্টোবর ‘২০২৩)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.