এভাবেও জীবন ২৮ । কাজী আতীক। নিউ ইয়র্ক

0

  এভাবেও জীবন ২৮/
কাজী আতীক।

যে পথে হেঁটে নিঃসঙ্গ নিলয়
নিভৃতি সময়ের অনুপম বিহ্বলতা
এক অনন্য নির্জন অসীমের ছোঁয়া
একাকী সহজাত- জেনেছি আমি।

সে পথ নির্ভার নীরব অপেক্ষার
কেউ কোথাও নেই, তুমিও ছিলেনা,
অনুভব গভীরে তাই
নিমগ্ন একাকীত্ব, নিঃসীম ব্যাকুলতা।

হয়তো এভাবেও জীবন, এভাবেই জীবন
মুখর পথে হেঁটেও- এক উম্মুল একাকীত্ব।

(নিউ ইয়র্ক, ১৫ নভেম্বর ‘২০২০)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.