সম্পূরক প্রেম অপ্রেম/ কাজী আতীক

0

সম্পূরক প্রেম অপ্রেম/
কাজী আতীক

শরত প্রবাহ যদি ছুঁয়েছিলো তাঁর অনন্ত অনুভব,
শুভ্র শোভন হিল্লোলে যদি নেচে উঠেছিলো প্রাণ
তুমি কেনো তখোন ইতস্তত ভাসমান খণ্ড মেঘে
শুধু আড়াল দেখতে পাও? কেনো দেখতে পাওনা
দিনের শুরু এবং শেষে- নিয়ত উদয়াস্ত মহারণ,
ছোপ ছোপ শুভ্র ও নীলে তাঁর আঁচলের কারুকাজ
বিহ্বল নিবেদন, আলো আঁধারের মিলন সন্ধিক্ষণ।

যে স্বপ্ন দেখতে জানে, সে বুঝে মাহিত্য এসবের
যে পারে ষড়রিপুর তাড়নাকে উপেক্ষা দেখাতে
সে জানে ষড়ঋতু প্রকৃতিতে আনে সম্পূরক প্রেম।

যে তুমি গোটা বিশ্বকে বানাতে চাও তাঁবেদার-
এক অনুদার বিভ্রম ও সম্পুরক অপ্রেমে,
চার ঋতুর সংকোচিত ধারনায় বসবাস তোমার,
কেবল ছাব্বিশটি অক্ষরেই তোমার ব্যাকরণ শেষ,
ছয় ও বায়ান্নের মহিমা তুমি- কি করে বুঝবে?

না, আর কোনো হিরোশিমা নাগাসাকি নয়,
আর কোনো আরব বসন্ত দেখতে চাইনা আবার।
আর নয় কোনো পঙ্কিল বিভাজন জগত জননীর,

তরল সোনা আর ঘৃণ্য মোড়লিপনা থেকে যদি
ফেরাতে পারো লোভাতুর চোখ, তুমিও দেখতে পেতে
টঙ্গাস বনাঞ্চল এবং সুন্দরবনে তফাৎ নেই কোনো।
বুঝতে পারতে তুমিও- কে তিনি অরূপ রূপকার।
দেখতে পেতে তুমি বিরল সেই মুগ্ধ রূপ দয়িতার।

(নিউ ইয়র্ক, ২৭ অক্টোবর ‘২০২৩)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.