কবিতা সন্দেহ কবি – পম্পা ঘোষ

0

কবিতা সন্দেহ
কবি -পম্পা ঘোষ

রাহুল রীতার ঘর সংসার
পঁচিশ বছরে ধরে,
রাহুলের সংসারটাকে
রাখে আপন করে

রীতা ভীষণ গাইতো ভালো
কোকিলকণ্ঠী সুর,
গাইতো যখন আপন মনে
লাগতো সুমধুর।

সকাল হতে রাত অবধি
আঁকড়ে গৃহ কর্ম
সবই দিলো জলাঞ্জলী
যেনো–নারীর ওটাই ধর্ম।

হাসি মুখে স্বামীর ঘরের
রাখতো ধরে সুখ,
সব কিছুই উজাড় করে
চাইতো হাসি মুখ।

এমনি করেই কাটলো রীতার
পঁচিশ খানি বছর
মাঝে মাঝে গাইতে বসে
সকল কাজের পর।

মাস ছয়েক আগেই রীতা
ফেইস বুকে আসে
গান গেয়ে পোস্ট করে সে
আপন শখের বসে।

দিনে দিনে রীতার অনেক
হয়ে গেলো ফ্যান
ওসব দেখে রাহুল রোজই
করে ঘ্যান ঘ্যান।

ভাবছে রাহুল ঘরের বধু
হচ্ছে বুঝি নষ্ট
রীতার উপর মনে মনে
ভীষণ অসন্তুষ্ট।

মুখ বুঝে সব সইছে রীতা
স্বামীর খোঁচা কথা
যায় চালিয়ে গানের রেওয়াজ
সয়ে সকল ব্যথা।

মাঝে মাঝে বিশাল মঞ্চে
আসে আমন্ত্রণ
অনুমতি দেয়না রাহুল
ভীষণ সন্দেহ প্রবন।

রীতার দুচোখ জলে ভেজে
একলা বসে ভাবে,
নারীরাতো শৃঙ্খল পরে
আসেনি এই ভবে?

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.