যেভাবে এক সুখ সুখ গল্পের শুরু/ কাজী আতীক

0

যেভাবে এক সুখ সুখ গল্পের শুরু/
কাজী আতীক।

প্রেক্ষিত, অনুশীলন পূর্বরাগ! নিশুতি সংলাপ।
তোমাকে নিয়ে কবিতা লেখার কসরতে নির্ঘুম রাত,
ভোরের স্নিগ্ধতা ছুঁয়ে অপলক তন্দ্রাহত চোখ,
তবুও বিভাসা প্রত্যয়ে এক নিজস্ব তোমাকে অনুভব।

এক সুখ সুখ গল্পের শুরু,

আমার গোপন প্রণয়, গোপন থাকবে না আর
যোগ হবে এক ভিন্ন মাত্রা আগত সময়ে
তুমিও জানবে আমার হৃদয় ছুঁয়ে কেবল তুমিই,

আমার সদর্প অহংকার,

অথচ তোমার রূপ কিংবা গুণকীর্তন নয়,
সে রাতে সেই কবিতায় কেবল সযত্ন লিখেছিলাম
তোমাকে সব শোভন সময় বুঝিয়ে দিলাম’।

অতঃপর চিরাচরিত সেই অধরা আরাধ্যের খোঁজ।

(নিউ ইয়র্ক, ২৬ জানুয়ারি ‘২০২৪)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.