অনুভব অবিনশ্বর/ কাজী আতীক

0

অনুভব অবিনশ্বর/
কাজী আতীক।

জলে ভাসে জল, আগুনে আগুন
বাতাসে বাতাস ভাসে নিয়ত অমোঘ
আলোয় আলো ভাসে- আঁধারে আঁধার
মনেও কি ভাসে মন? নাকি হরায় কেবল!

যদি সংলগ্ন হৃদয়, আর সমর্পন পরষ্পর,
অনন্তর- এই মন কেবল ছুঁয়ে থাকে মন,
প্রেম যেনো তাই এক অনুভব অবিনশ্বর।

দেখো নি? মেঘ রৃষ্ঠি বাদল –
এক ও অভিন্ন সত্বা কেবল ভিন্ন অবয়ব।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.