পুনরুত্থানের আগে ও পরে/ কাজী আতীক

0

পুনরুত্থানের আগে ও পরে/
কাজী আতীক

শতকোটি আলোকবর্ষ দূরবর্তী তুমি
অথচ খুব কাছেই নাকি থাকো
বলেছো- শাহ রগের চেয়েও সন্নিকটে,
এতোই যদি চোখে হারাবে-

আমিতো স্বেচ্ছায় আসিনি এখানে!

এক নিখুঁত ছকে আঁকা সব
জল স্থল অন্তরিক্ষ, সময় সন্ধিক্ষণ
তুমি ঠিক জানো- কখোন থামবে কোলাহল।

তারপর- পুনরুত্থিত অনন্ত জন্মান্তরে
মৃত্তিকা উদর থেকে আকাশ অসীমে
অবিরাম কায়ক্লেশে অথবা অনায়াস আয়েসে।

তখনো- আমিতো স্বেচ্ছায় যাইনি ওখানে!
তুমি ঠিকই জানো, তুমি ঠিক জানো সব।

(নিউ ইয়র্ক, ২৬ জুন ‘২০২৪)

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.