এক দুপুরের দুঃখ । ওমর শামস

0

এক দুপুরের দুঃখ // ওমর শামস

নির্বাক দুঃখ তাঁর
গোল-গোল চোখ দুটো খুললো
পা-র তলা ভেসে গ্যালো জলে।

ইতিমধ্যা দেখিই-নি ভ্যান গগ হলুদ সূর্যমুখী
রেখে গেছে অলীক টেবিলে।

সমস্ত ঘর ভরে গেছে ঘ্রাণে
কর্পূর ধুনো সহ ফাটা-চাটা বিষণ্ণ মাকালে।

বুঝিই-নি কখন যে বোদলের
গিলে গ্যালো বোর্দো কনিয়াক
বোতলের গড়াগড়ি ঘরের পাতালে।

এ প্রকোষ্ঠে এই কি রাজত্ব তবে
গিলে নিলো বিষাদ সাগর ?

দেখা যায় হলুদ যিশাস এঁকে গঁগা
তাহিতিতে কাতরায় যন্ত্রণায় আতুর অসুখে

আমাকে কে ফেলে গ্যালো এইখানে
কি লম্বা কালোনখ আঙুলের দুখে ?

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.