অনসূয়া অভিলাষ । কাজী আতীক। নিউ ইয়র্ক
অনসূয়া অভিলাষ/
কাজী আতীক।
একদা অসাধ্য সাধনে ছিলো আগ্রহ অফুরান
যদিও নিঃস্পৃহ ফেরতখামে শেকড়চ্যুত অনুরাগ
তবু কোনো বাঁধা নেই অনুভব যাপনে
আজ কোনো বাঁধা নেই বেদুইন সংকল্পেও,
হয়তো বিবর্ণ গোধূলি এখোন যাপিত সময়ের
উজানের বায়ে যদি ঝরে পড়া গলুইয়ের ছাউনি
তবু মনে কোনো ভয় নেই- অপার ও প্রলয়ে
আজ কোনো দ্বিধা নেই প্রেমে কিংবা বৈরাগ্যেও,
যদিও দিনান্তের অন্ধকারে ঝড়োহাওয়ার প্রকোপ
পাটাতন ফুটো হয়ে অনাহুত অনুপ্রবেশ জলের
তবু সে জল সেঁচে ফেলার তাগাদা নেই কোনো
আজ কোনো তাড়া নেই যেনো- আরাধ্য সান্নিধ্যেও,,
আসলে সংকল্প বৈরাগ্য কিংবা নিবেদন অভীপ্সাও নয়,
ভিন্নরূপ এক সোহাগ সংযোগ, এক অনসূয়া অভিলাষ।
(নিউ ইয়র্ক, ৩ মে ‘২০২০)