সুজানগর পৌরসভার কাউন্সিলর পদে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে

0

পাবনা প্রতিনিধি : স্বাস্থ্যবিধি মেনে সুজানগর পৌরসভার কাউন্সিলর পদে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে । করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে চলছে পাবনার সুজানগর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে ভোটগ্রহণ। তৃতীয় দফা স্থগিতের পর হাইকোর্টের আদেশে চতুর্থদফায় আজ সকাল আটটা থেকে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। করোনার মধ্যে ভোটগ্রহণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দিপনা দেখা গেছে । তারা বলছেন, কয়েকবার এই ভোটগ্রহণ স্থগিত হওয়ায় ভোটগ্রহণ নিয়ে দেখা দিয়েছিল সংশয়। করোনার সময়ে ভোট দেয়া নিয়ে ছিল দ্বিধা। নির্বাচন কমিশন থেকে সব নির্বাচন স্থগিত করা হলেও সুজানগর পৌরসভার ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেলেও ভোট হওয়ায় খুশি পৌর এলাকার সাধারণ মানুষ। তবে সংশ্লিষ্টরা বলছেন, হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই চলছে ভোটগ্রহণ। স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের কথা জানিয়েছেন তারা। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ২০ হাজার ৪৪৮ জন। এই পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক মেয়র কামরুল হুদা কামাল বিশ্বাস মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। এদিকে ৯ ওয়ার্ডে কেবল সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ চলছে। সুজানগর উপজেলা চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বিডি২৪ভিউজ কে জানান দীর্ঘদিন পার মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে নির্বচন করতে বাধা নেই তারই ফলশ্রুতিতে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন করছে, প্রত্যেক কেন্দ্রে নিজ উদ্যোগে মাস্ক সরবারহ করেছি এবং পর্যাপ্ত হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা করা হয়েছে , দীর্ঘদিন পর ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.