রূপপুরে বাংলাদেশী বিশেষজ্ঞদের জন্যে আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে

Up-to-date training center for Bangladeshi specialists opened at Rooppur NPP

0

বিডি২৪ভিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের(জেনারেল কন্ট্রাক্টর- জেএসসি এটোমস্ত্রয় এক্সপোর্ট, রোসাটম রাষ্ট্রীয় কর্পোরেশনের প্রকৌশল বিভাগের একটি কোম্পনী) সহায়তায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে ভবন ও নির্মান বিশেষজ্ঞদের জন্যে একটি আধুনিক প্রশিক্ষন কেন্দ্র চালু করা হয়েছে ।

বাংলাদেশ পরমানু শক্তি কমিশন (বিএইসি), এসআর ও সয়্যুজএটোমস্ত্রয় এর সহায়তায় নির্মিত এই প্রশিক্ষন কেন্দ্র জেএসসি এএসই, ভবন ও নির্মান বিশেষজ্ঞদের জেনারেল কন্ট্রাক্টর ও সাব-কন্ট্রাক্টর এর ভবন ও নির্মান বিশেষজ্ঞদের মানসম্মত নির্মান ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে ।

ভাইস প্রেসিডেন্ট ও রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্পের পরিচালক এলেক্সি ডেইরী বলেন , বাংলাদেশের যে সমস্ত নাগরিকগন এই প্রকল্পের বিভিন্ন সাব-কনট্রাক্টর প্রতিষ্ঠানে কাজ করছেন ,যারা ইতমধ্যেই প্রবেশন কাল সফল ভাবে শেষ করেছেন , যোগ্যতা প্রমান করেছেন এবং পেশায় উন্নতি করতে সচেষ্ট তারা এখন এই নতুন পেশায় আরো দক্ষতা অর্জন ও উন্নতি করার সুযোগ পাবে ।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মান সাইটে এখন পর্যন্ত বিভিন্ন প্রশিক্ষনে একটি ভ্রাম্যমান প্রশিক্ষন কেন্দ্র ব্যাবহার করা হয়েছে ।

প্রশিক্ষন কেন্দ্রটি চালু হবার পর বাংলাদেশী নাগরিক গণ বিশেষ শাখায় ও নির্মান কেন্দ্রে সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে প্রশিক্ষণ পাবেন । নির্মান কেন্দ্রের বিভিন্ন অংশে সাধারণ নির্মান শিক্ষার কাজ , বৈদ্যুতিক ঝালাই, প্রসেস ইকুইপমেন্ট স্থাপন এবং পাইপলাইন, এয়ার ডাক্টস ভেন্টিলেশন যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক স্থাপনের কাজ করা হবে ।

প্রশিক্ষন কেন্দ্রটিতে এক বছরে বাংলাদেশে ৭০০০ এর বেশি বিশেষজ্ঞ প্রশিক্ষন গ্রহন এবং তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন ।

এই প্রশিক্ষণ কেন্দ্র ভবিষ্যতে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মান প্রকল্পকে ছাড়িয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে । রূপপুর পারমানবিক কেন্দ্র নির্মান প্রকল্প নির্মান সম্পন্ন হওয়ার পরে এই প্রকপ্ল থেকে প্রশিক্ষিত এবং অভিজ্ঞ বিষেষজ্ঞগনদের বাংলাদেশের বিভিন্ন শিল্পে , বিশেষত বেসামরিক নির্মান কাজে চাহিদা অত্যন্ত বৃদ্ধি পাবে । তাদের কাজ রাষ্ট্রের অর্থনীতিতে সুফল বয়ে নিয়ে আসবে ।

এই প্রশিক্ষন কেন্দ্রেটি প্রকৌশল বিভাগের মুল নির্মান ইউনিট (জেএসসি এএসই) ১৫০০ বর্গ মিটার এলাকা জুড়ে এ.ই.লিখাচেভ এর নির্দেশনা অনুযায়ী নির্মান করেছে ।

প্রকৌশল বিভাগ এই ধরনের প্রকল্প প্রথবারের মত বাস্তবায়ন করেছে । রোসাটমের রাষ্ট্রীয় কর্পোরেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল এ. এম. লস্কিন অনুমোদিত প্রশিক্ষণ কেন্দ্র উন্নয়ন প্রোগ্রাম অনুসারে এল-দাব্বা এনপিপি , পাক্স-II এনপিপি সহ অন্যান্য নির্মান সাইটগুলোতে একি ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হবে ।

Dhaka, 01stJune 2021–A new up-to-date training center for construction and erection specialists has been commissioned at Rooppur NPP, which is being built in Bangladesh with the assistance of the Russian Federation (general contractor – JSC Atomstroyexport, a company of Rosatom State Corporation Engineering Division).

The training center has been built with the assistance of the Bangladesh Atomic Energy Commission (BAEC), SRO SOYUZATOMSTROY for providing JSC ASE, the general contractor, and subcontractors with qualified construction and erection specialists and for continuous improvement of skills.

“The citizens of the People’s Republic of Bangladesh who have been recruited in subcontractor organizations and who have successfully passed probation period, who have demonstrated their potential and drive towards professional growth, will now have a unique possibility to master a new profession or improve their skills”, said Alexey Deriy, Vice President – Director of Rooppur NPP construction project.

Until now, a mobile training center was used for organizing continuous teaching construction professions at the Roopur construction site.

After commissioning of the Training Center, citizens of Bangladesh will undergo training in specialized classes and production shops with the most up-to-date equipment. The production shops have areas for teaching general construction works, electrical welding, installation of process equipment and pipelines, air ducts and ventilation equipment and electrical installation works.

Over 7000 specialists of Bangladesh will be able to undergo training and improve their skills during one calendar year.

The tasks solved by the Training Center will in the future go far beyond Rooppur NPP construction site. After completion of works at Rooppur NPP construction site, the highly qualified Bangladeshi specialists who have been trained in the Center and have received valuable experience of work under the project will be in high demand in all the industries of the People’s Republic of Bangladesh, and primarily in industrial and civil construction. Their professionalism will contribute to further growth of the state economy.

The construction of the training center with the area of 1500 square meters is performed by Capital Construction Unit of the Engineering Division (JSC ASE) under the instruction of A.E. Likhachev, Director General of Rosatom State Corporation.

This is the first project of this type implemented by the Engineering Division.  It will be duplicated at other NPP construction sites, including El-Dabaa NPP and Paks-II NPP, in accordance with the program of training center development approved by A.M. Lokshin, First Deputy Director General of Rosatom State Corporation.

****

About Rosatom

Rosatom State Corporation Engineering Division unites the leading companies of the nuclear industry: ASE EC JSC (Nizhny Novgorod), JSC Atomstroyexport (Nizhny Novgorod), Joint Design Institute (JSC Atomenergoproekt (Moscow and Nizhny Novgorod Branches)), JSC ATOMPROEKT (Saint-Petersburg) and other subsidiary companies. The Engineering Division ranks first in the world by the order portfolio and the number of NPPs simultaneously constructed abroad.

About 80% of the Division’s revenues originate from foreign projects.

The Engineering Division implements construction projects for high-power NPPs in Russia and abroad, renders a full range of EPC and EPC(M) services including project management and design activities, and develops Multi-D technologies for the management of complex engineering facilities. The Engineering Division relies on the achievements of the Russian nuclear industry and modern cutting-edge technologies.

We build reliable and safe NPPs with generation III+ VVER reactors that are in line with all international requirements and recommendations.

www.ase-ec.ru

Rooppur NPP

The Rooppur NPP is a Russian-designed nuclear power plant in the People’s Republic of Bangladesh. The selected site for the construction of the station is located on the east bank of the Padma River, 160 km from the capital of Bangladesh, Dhaka. The Rooppur NPP is planned to be built within the framework of an intergovernmental agreement between Russia and Bangladesh, which was concluded in November 2011. In the fall of 2013, the foundation stone of the future power plant was laid. The plant will consist of two power units with VVER-type reactors, the life cycle of which is 60 years with the possibility of extension for another 20 years.

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.