পাবনায় খেলনা পিস্তলসহ চাঁদাবাজিকালে ভুয়া পুলিশ সদস্য আটক

পাবনা ঢাকা মহাসড়কে চাঁদাবাজি করার সময় হাতে নাতে পুলিশ পরিচয় দেয়া রোহান (২০) নামের এক ভুয়া পুলিশ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

0

পাবনা প্রতিনিধি : পাবনা ঢাকা মহাসড়কে চাঁদাবাজি করার সময় হাতে নাতে পুলিশ পরিচয় দেয়া রোহান (২০) নামের এক ভুয়া পুলিশ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটককৃত রোহান উপজেলার নগরবাড়ি বসন্তপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। শনিবার (৪ জুলাই) সকাল সাতটার সময় চাকলা মোল্লাবাড়ি বাসস্ট্র্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত দুই তিনদিন ধরে এই ভুয়া পুলিশ পরিচয়দাতা রোহান ঢাকা-পাবনা মহাসড়কে সানিলা ব্রিজ, চাকলা মোল্লাবাড়ি, সাঁথিয়ার মহিসাখোলাসহ বিভিন্ন স্থানে খেলনা পিস্তল শো করে অটো ভ্যান, নছিমন ,করিমন, সিএনজি থামিয়ে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। সে ভুয়া পুলিশ সেজে ওই সব যানবাহন থেকে ৫০-১০০-৫০০ টাকা এমনকি যার কাছে যেমন পেত তাই নিচ্ছে। তার চালচলন এলাকাবাসীর সন্দেহ হলে তাকে ধরে ফেলে এবং তাকে বেধে রেখে বেড়া থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়। এ সময় তার নিকট খেলনা পিস্তলসহ কেস লেখার রশিদ বইও পাওয়া যায়।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সে একজন ভুয়া পুলিশ সেজে এগুলো করছিল। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে জেল হাজতে প্রেরণ করা হবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.