রূপপুরপার মানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ২ এর রিয়াক্টর ভেসেল এবং চারটি স্টীম জেনারেটর বাংলাদেশ কে হস্তান্তর করা হয়েছে

Reactor vessel and four steam generators for Rooppur NPP Unit No 2 have been delivered to Bangladesh

0

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের নির্মানাধীন (ঠিকাদারি প্রতিষ্ঠান রোসাটম প্রকৌশল বিভাগ জেএসসিএসএসই) রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ২ এর রিয়াক্টর ভেসেল এবং চারটি স্টীম জেনারেটর বাংলাদেশ কে হস্তান্তর করা হয়েছে। এই এম টেকনোলজির ভল্গোদনস্ক শাখার এটোমম্যাস প্লান্টে ইউনিট ২ এর জন্যে ভারী যন্ত্রাংশ সমুহ প্রস্তুত করা হয় (৩৩৩.৬ টন ওজনের রিয়াক্টর ভেসেল এবং ৩৪০ টন ওজনের স্টীম জেনারেটর)

এই কার্গো পরিবহনে ২ মাসের বেশি সময় লেগেছে। এটোমম্যাসের কারখানা থেকে এই সরঞ্জামগুলোকে ভল্গোদনস্কের পানির রিজার্ভয়ার এ নেয়া হয়, এরপর একে বার্জে উঠিয়ে নভোরোসিস্কে পাঠানো হয়। এনা ভেসেলে করে এই সরঞ্জাম গুলো নভোরোসিস্ক থেকে কৃষ্ণ সাগর ও সুয়েজ খাল হয়ে বাংলাদেশের মংলা বন্দরে আসতে এদের প্রায় ১৪০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়।

ভিভিইআর-১২০০ রিয়াক্টর ভেসেল প্রস্তুত করতে প্রায় দুইবছরের বেশি সময় লাগে। এই সম্পূর্ন কাজে বিএইসি এবং বিএইআরএ এর প্রতিনিধিদের অংশগ্রহণে সম্পন্ন হয়।

গত অক্টোবর মাসে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ১ এর রিয়াক্টর ভেসেল এবং স্টীম জেনারেটর বাংলাদেশ কে হস্তান্তর করা হয়। পরিকল্পনা অনুযায়ী ইউনিট ১ এর রিয়াক্টর ভেসেল ২০২১ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই নকশা অনুযায়ী স্থাপন করার কথা।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ১৬০ কিলোমিটার দূরে পাবনা জেলার পদ্মা নদীর পুর্ব তীরে নির্মিত হচ্ছে। রোসাটম রাষ্ট্রীয় কর্পোরেশন প্রকৌশল শাখার নকশা অনুযায়ী এটি নির্মিত হচ্ছে। এই প্রকল্পে মোট ২টি ইউনিটের প্রত্যেক টিতে ভিভিইআর ১২০০ টাইপের জেনারেশন থ্রিপ্লাস চুল্লি থাকছে এবং এগুলোর জীবনকাল ৬০ বছর, যা পরে আরো ২০ বছর বাড়ানো যেতে পারে। রাশিয়ান নকশার এই ভিভিইআর ১২০০ রিয়াক্টর, যা বাংলাদেশের জন্য বেছে নেয়া হয়েছে , এটি নভোভোরোনেঝ পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে সফলভাবে ব্যাবহার করা হচ্ছে। এই ধরনের রিয়াক্টরগুলো যুগান্তকারী জেনারেশন থ্রিপ্লাস প্রযুক্তি যুক্ত এবং সম্পুর্ন আন্তর্জাতিক নিরাপত্তা মান অনুযায়ী নির্মিত।

 

Reactor vessel and four steam generators for Rooppur NPP Unit No 2 have been delivered to Bangladesh.

Moscow, 12th August 2021 –Reactor vessel and four steam generators for Unit 2 of Rooppur NPP that is under construction (general contractor – JSC ASE, Rosatom Engineering Division), have been delivered to Bangladesh. Heavy equipment of the reactor compartment of Unit 2 (the weight of the reactor vessel is 333.6 tons, the weight of steam generator is 340 tons) was manufactured at Atommash plant in Volgodonsk branch of AEM-Technology.

The transportation of the cargo lasted for over two months. From Atommash, the equipment was transported to special berth of Tsimlyansk water reservoir in Volgodonsk, loaded on barges and shipped to Novorossiysk. The length of the sea route of the equipment that was shipped on the Anna vessel from Novorossiysk to the Bangladesh port of Mongka – via the Black Sea and the Suez Canal – was about 14 000 km.

The manufacture of the VVER-1200 reactor vessel lasted for over two years. All the operations were performed with the participation of representatives of the customer’s authorized organization, BAEC and BAERA supervisory authority.

Last October, the reactor vessel and the steam generators for Rooppur NPP Unit 1 were delivered to Bangladesh. It is planned that the reactor vessel of power unit No. 1 will be installed into the design position in September 2021. The Rooppur NPP site is located on the eastern bank of the Ganges River in Pabna district at a distance of about 160 km northwest of the city of Dhaka, the capital of the Republic of Bangladesh. The facility is designed and constructed by ROSATOM State Corporation Engineering Division . The nuclear power plant will consist of two VVER-1200 reactor power units, their the life cycle is expected to be 60 years with a possible extension of the service life for another 20 years. The Russian design with VVER-1200 reactors that had been successfully implemented at Novovoronezh NPP- 2 was selected for the first NPP in Bangladesh. This is an evolutionary GenIII+ design which fully complies with all international safety requirements.

****
AboutRosatom
ROSATOM is the only company in the world that has the resources and competencies to offer energy solutions across the nuclear supply chain. It possesses awide range of assets, including assets in design, construction and operation of nuclear power stations, uranium mining, conversion and enrichment, supply of nuclear fuel, decommissioning, spent fuel storage and transportation and safe nuclear waste disposal. Rosatom is also engaged in the production of equipment and isotope products for the needs of nuclear medicine, scientific research, and materials science, the production of digital and of various nuclear and non-nuclear innovative products. The company’s strategy is to develop low-carbon power generation projects, including in the wind generation field. Today the company brings together over 300 enterprises and organizations and over 250,000 employees.

For reference:
Rosatom State Corporation Engineering Division unites the leading companies of the nuclear industry, namely: JSC Atomstroyexport (Moscow, Nizhny Novgorod, branches in Russia and abroad), Joint Design Institute – JSC Atomenergoproekt (Moscow, Nizhny Novgorod, St-Petersburg branches – design institutes, branches in Russia and abroad, R&D branches) and subsidiary construction organizations.
The Engineering Division ranks first in the world by the order portfolio and the number of NPPs constructed simultaneously across the world.
About 80% of the Division’s revenues originate from foreign projects.
The Engineering Division implements construction projects for high-power NPPs in Russia and across the world, renders a full range of EPC, EP, EPC(M) services including project management and design activities, and develops Multi-D technologies for the management of complex engineering facilities. The Division relies on the achievements of the Russian nuclear industry and modern cutting-edge technologies.
We construct reliable and safe NPPs with III+Gen VVER reactors that are in line with all international requirements and recommendations.

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.