চীন থেকে উপহারের কোভিড টিকার সঙ্গে এল ৪.১ টন সিরিঞ্জ

0

বিডি২৪ভিউজ ডেস্ক : চীন থেকে উপহার হিসেবে পাঠানো আরও ১০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেশে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভাড়া করা উড়োজাহাজ এই ১০ লাখ ডোজ টিকার সঙ্গে ৪.১ টন ওজনের সিরিঞ্জ নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, মোট ৫৭টি বাক্সে সিনোফার্মের কোভিড টিকা এবং ৩১৩টি কার্টনে ৪.১ টন সিরিঞ্জ পরিবহন করা হয়েছে ওই বিমানে।

শনিবার সকালে বিমানের আরেকটি ভাড়া করা ফ্লাইট টিকা আনতে চীনের তিয়ানজিন বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। শনিবার রাতে ওই উড়োজাহাজের দেশে ফেরার কথা রয়েছে।

এ নিয়ে বাংলাদেশে সিনোফার্মের টিকা এসেছে ১ কোটি ২৫ লাখ ডোজ। এর মধ্যে ৭০ লাখ ডোজ বাংলাদেশ সরকারের কেনা টিকা। কোভিড টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে দুই দফায় সিনোফার্মের টিকা এসেছে ৩৪ লাখ। এছাড়া আগে দুই দফায় চীনের উপহার হিসেবে পাঠানো ১১ লাখ ডোজ টিকা এসেছে। এবার আরও ১০ লাখ ডোজ উপহারের টিকা এল।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.