দুর্নীতি ভোটাররা করেন না, দুর্নীতি করেন নির্বাচিত নেতারা পাবনায় – এসএম কামাল

0

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, দুর্নীতি সাধারণ মানুষ করেনা, যারা ভোট দেন তারাও করেননা। দুর্নীতি করি আমরা যারা ভোটে নির্বাচিত হয়ে এমপি-মন্ত্রী বা জনপ্রতিনিধি’র দায়িত্ব নিয়ে কাজ করি। তিনি বলেন, রাজনীতি করতে গেলে বেশি বুঝা যাবেনা, বেশি বুঝলে দলে তথা রাজনীতিতে থাকতে পারবেন না। কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এসএম কামাল হোসেন তিনি উদাহরণ টেনে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দিয়েই এমপি-মন্ত্রী হওয়ার জায়গা করে দিয়েছিলেন অধ্যাপক আবু সাইয়িদকে। কিন্তু তার পরিণতি কি সেটা আপনারা ভালো করেই জানেন। তিনি এখন রাস্তায় রাস্তায় ঘুরছেন।
পাবনা জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি, সাবেক ভূমিমন্ত্রী, ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান রাজনীতিবিদ শামসুর রহমান শরীফ ডিলুর স্মরণ সভা ও জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় দিনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) নির্বাচনী এলাকার আটঘরিয়া উপজেলার উত্তরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, পৌরসভার মেয়র শহীদুল ইসলাম রতনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসএম কামাল হোসেন উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে তৃণমুল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ করতে হবে আমাদের।

আসছে সামনের দিনগুলো হবে ভয়াবহ। আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রিয় ক্ষমতায় না থাকলে আমরা কেউ ভালো থাকবো না, কেউ পালানোর সুযোগ পাবেন না। স্বাধীনতা বিরোধ চক্র ঘাপটি মেরে রয়েছে। সুযোগ পেলেই অপশক্তির নানা কৌশল দিয়ে ঘায়েল করার চেষ্টা চালাবে। তিনি বলেন, আগামিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে আপনাদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেবে, গোয়ালে গরু থাকবে না, মায়ের কোলের শিশুর প্রাণ যাবে, যুবতি মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হবে। শুরু হবে হত্যাযজ্ঞ-নৈরাজ্য। তিনি উপস্থিত নেতাকর্মি ও সুধীজনের উদ্দেশ্যে বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এতিমের টাকা লুট করেছেন, তার ছেলে হাওয়া ভবন বানিয়ে বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের সহযোগিতায় দেশের মানুষের ১৮ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আজ আরাম আয়েশের জীবনযাপন করছে। তাদের এই সকল অপকর্ম যেন সাধারণ মানুষ ভুলে না যায়। আওয়ামী লীগের উপর বিতশ্রদ্ধ না হয় সেদিকে খেয়াল রেখে জনগণের দৌড়গোড়ায় আওয়ামী লীগ নেতাকর্মিদের প্রতিটি মানুষের কাছে যাওয়ার আহবান জানান কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্প্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাঞ্জাব আলী বিশ্বাস, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা যুব মহিলালীগের সভাপতি অ্যাডভোকেট আরেফা খানম শেফালীসহ উপজেলা, জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.