পিএসসির সদস্য হলেন ঢাবির দুই অধ্যাপক
বিডি২৪ভিউজ ডেস্ক : সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুইজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মুবিনা খন্দকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য তারা রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তবে মেয়াদকালের আগেই বয়স ৬৫ বছর পূর্ণ হলে সে সময়ে তাদের সদস্যপদের দায়িত্বও শেষ হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। এর আগে কমিশনের সদস্য ছিলেন ১২ জন। নতুন দুজনকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা ১৪ জন হচ্ছে।