বান্দরবানের দূর্গম পাহাড়ে অন্ধকারে আলো ছড়াচ্ছে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

0

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমা উপজেলায় দূর্গম পাহাড়ে অন্ধকারে আলো ছড়াচ্ছে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ।

আজ ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং । এই সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াসির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান , জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার, তিন পার্বত্য জেলার বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পে নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ সহ আরো অনেকে ।

উদ্ধোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ২৭ কোটি ২০ লক্ষ ১৬ হাজার ৮৭৭ টাকা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৬ কোটি ২৫ লক্ষ টাকা, পার্বত্য জেলা পরিষদের তিন কোটি সাইত্রিশ লক্ষ চল্লীশ হাজার টাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন ।

উল্লেখ্য, স্বাধীনতার ৫১ বছর পর বিদ্যুৎ এর আলোয় আলোকিত হয়েছে রুমা উপজেলার মুনলাই পাড়া। রুমা সদর থেকে মাত্র ৩ কিলোমিটার দুরে রাস্তার দুপাশে ৬৫টি পরিবার নিয়ে গড়ে উঠেছে এ পাড়াটি। দুর্গম অঞ্চলে এই উন্নয়ন করার রুমা বাসী পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর সহ প্রধান মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানান ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.