মৌচাষের সম্ভাবনা, সমস্যা ও সমাধানের উপায় শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত

0

পাবনা প্রতিনিধি : বাংলাদেশে মৌচাষের সম্ভাবনা, সমস্যা ও সমাধানের উপায় শীর্ষক মাঠ দিবস পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ঈশ্বরদীর চর কদিমপাড়া এলাকার মৌ খামারে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএসআরআই এর মহাপরিচালক ড. আমজাদ হোসেন।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আতাউর রহমানের সভাপতিত্বে মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএসআরআই এর কীটতত্ত্ব বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা এলমুর রেজা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পাবনা শাখার ব্যবস্থাপক আমানুল্লাহ, উত্তরবঙ্গ মৌচাষী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মধু।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানে মৌচাষের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন মৌচাষীরা। অতিথিরা সেগুলোর সমাধান ও সম্ভাবনা বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আসা ৫০ জন মৌচাষী অংশ নেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.