“স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি: বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক সেমিনার
Multi-stakeholders’ Seminar Promoting Health Services for All: Present Situation, Challenges and Way Forward
নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এনজিও’স নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) এর উদ্যোগে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় আজ ১১ এপ্রিল ২০২২ অনুষ্ঠিত হলো “স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি: বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক বহুমাত্রিক অংশীজনদের নিয়ে আয়োজিত সেমিনার।
পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত উক্ত সেমিনারে নাগরিক সমাজ সংস্থার প্রতিনিধি, সরকারী কর্মকর্তা, দুনীঁতি দমন কমিশনের প্রতিনিধি, সাংবাদিক শিক্ষক, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি সহ মোট ৪০ জন উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারের উদ্দেশ্য হলো স্বাস্থ্যখাতের সক্ষমতা আরো বৃদ্ধির জন্য বিভিন্ন পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করে স্বাস্থ্যসেবাকে কীভাবে আরো সহজলভ্য করা যায়, সে বিষয়গুলো তুলে ধরা।
সেমিনারের শুরুতে বিএনএনআরসি’র কর্মসূচি সমন্বয়করী জনাব হীরেন পণ্ডিত উদ্যোগ সম্পর্কে ধারণা দিয়ে তাঁর স্বাগত বক্তব্য পেশ করেন।
সঞ্চালক ও সভাপতি হিসেবে ভূমিকা পালন করেন জনাব নরেশ চন্দ্র মধু, পাবনা জেলা প্রতিনিধি, দৈনিক অবজারভার। পাবনা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোখলেসুর রহমান উক্ত সেমিনারে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পাবনার সিভিল সার্জন এর প্রতিনিধি ডা: আব্দুর রহিম ; দুর্নীতি দমন কমিশন, পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: খায়রুল হক এবং পাবনা প্রেসক্লাবের সভাপতি জনাব এবিএম ফজলুর রহমান।
সেমিনারের প্রধান অতিথি মোখলেসুর রহমান, উপ পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, পাবনা তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে পোঁছানোর জন্য নিরলসভাবে কাজ করছে। সিভিল সার্জনের প্রতিনিধি ডা: আব্দুর রহিম উপস্থিত ছিলেন।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজয় টেলিভিশন ও দৈনিক কালের কন্ঠ এর পাবনা প্রতিনিধি প্রবীর সাহা। এরপর সম্মানিত আলোচকগণ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে স্বাস্থ্য সেবা বিষয়ে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।
আশা করা হচ্ছে, উক্ত সেমিনারের বক্তব্য এবং মুক্ত আলোচনার ফলে উত্থাপিত বিষয় সমূহ সবার (বিশেষ করে সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর) জন্য গুণগত ও মানসম্পন্ন স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিতকরণে সহায়ক ও কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হবে। দৈনিক অবজারভার এর পাবনা জেলা প্রতিনিধি জনাব নরেশ চন্দ্র মধু তাঁর বক্তব্যে তেমন আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন বিষয়ক সংস্থা যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধিত হয়। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো বাংলাদেশে গণমাধ্যমের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাসমূহ বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন ।
বিএনএনআরসি নলেজ ড্রাইভেন মিডিয়া ডেভেলপমেন্ট এর ভূমিকায় আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে কাজ করে থাকে। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ও জাতিসংঘের ইকোনোমিক এন্ড সোশ্যাল কাউন্সিল এর বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থা এবং জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার- ২০১৬, ২০১৭, ২০১৯, ২০২০ এবং ২০২১ এর বিজয়ী এবং চ্যাম্পিয়ন।
Multi-stakeholders’ Seminar Promoting Health Services for All: Present Situation, Challenges and Way Forward
Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC) organized a Multi-stakeholder Seminar on “Promoting Health Services for All: Present Situation, Challenges and Way Forward” for an in-depth discussion on health-service issues to ensure quality health services for all with the support of The Asia Foundation on 11 April 2022 at Annada Gobinda Public Library Auditorium, Pabna.
The purpose of the seminar was to discuss with multi-stakeholders about the current status of the health sector, challenges to getting quality health services, and ways to forward at different levels to enhance the capacity of the health sector and consider how to make healthcare more accessible and utilize the existing resources properly. Around 40 participants from CSOs, Government offices, representatives from the Anti-Corruption Commission, journalists, teachers, elected representatives, and the representatives of the Civil Society participated in the seminar.
At the beginning of the seminar, Mr. Naresh Chandra Madhu, Pabna District Correspondent at The Daily Observer- introduced the participants of the seminar and moderated the whole program. The Program Coordinator & the Research Fellow of Bangladesh NGOs Network for Radio and Communication (BNNRC) Mr. Hiren Pandit delivered his welcome speech to the participants.
Journalist Mr. Prabir Kumar Saha, Editor & Publisher at BD24 Views, and Pabna District Correspondent at Bijoy TV & Daily Kaler Kantho – presented the keynote addressing the seminar titled “Promoting Health Services for All: Present Situation, Challenges and Way Forward”. After the presentation of the keynote, the participants took part in a lively open discussion and provided their valuable opinions and suggestions on the health issues.
Dr. Abdur Rahim, the Representative of Civil Surgeon of Pabna was present at the meeting. As the special guest, the Deputy Director of Anti-Corruption Commission at Pabna District Office Mr. Md. Khairul Haque mentioned that we should work jointly to address the issue and ensure transparency in our work, The present government has been working to improve the situation”. Another special guest Mr. ABM Fazlur Rahman, The President of Pabna Press Club pointed out that proper equipment and skilled technician are required for necessary treatment.
As the chief guest of the seminar Mr. Mukhlesur Rahman, Deputy Director mentioned that we should work for the community people for ensuring their health services. Mr. Naresh Chandra Madhu, Pabna District Correspondent at The Daily Observer, in his speech as the Chair of the Seminar, said that concerted efforts are needed to improve the health discussed the initiatives in the health sector taken by Government as well as the goal, objectives and perspectives of the seminar.
It is hoped that the issues raised in the seminar and the open discussion will be able to play a helpful and effective role in ensuring the provision of quality healthcare to all, especially to the disadvantaged and marginalized people. In the end, Mr. Hiren Pandit of BNNRC thanked all the participants of the seminar.
BNNRC is in Special Consultative Status with the Economic and Social Council (ECOSOC) accredited with World Summit on the Information Society (WSIS), SDGs Media Compact of the United Nations, and UN WSIS prize winner 2016, Champion 2017, 2019, 2020, and 2021. BNNRC’s approach to media development is both knowledge-driven and context-sensitive, and it takes into account the challenges and opportunities created by the rapidly changing media environment in the era of the Fourth Industrial Revolution.