ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন প্রদর্শন ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবি

0

পাবনা প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড ফাঁসির দাবিতে পাবনায় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১টার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে ধর্ষণের বিরুদ্ধে পাবনাবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন স্লোগান লেখা ফেস্টুন ‘ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড, ‘নারীর নিরাপত্তা দাও রাষ্ট্র’, স্টপ রেফ- প্রভৃতি লেখা প্লাকার্ড দেখা যায়। মানববন্ধনে বক্তারা বলেন,“নোয়াখালীর অনাকাঙ্খিত ঘটনা সেপ্টেম্বর মাসের শুরুর দিকের হলেও সম্প্রতি নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অপরাধীরা এই গৃহবধুকে শুধু বিবস্ত্র বা সম্ভ্রমহানী করেই ক্ষান্ত হয়নি বরং সে ঘটনার ভিডিও তারা নিজেরাই ধারণ করে সভ্যতা ও মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছে। মূলত বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে অপরাধ প্রবণতা ও নারী নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তাই এদের হাত থেকে দেশ, জাতি ও নারীর সম্ভ্রম রক্ষা করতে হলে অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।” মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডা.মাহফুজ নয়ন, পাবনা বিঙ্গান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগের নেতা হাবিবুর রহমার রিংকু, রাহাত হোসেন পল্লব, জীবন কুমার প্রমূখ। বক্তারা এই জঘণ্য কর্মকান্ডের সাথে যারা জড়িত; তাদেরকে মৃত্যুদন্ড ফাঁসির দাবী জানান। তারা বলেন দলমত নির্বিশেষে সকলকে এধরনের অপরাধ নির্মূলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ষকদের পক্ষে কোন আইনজীবী যেন আইনী সহায়তা প্রদান না করে তারও আহবান জানান বক্তারা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.