প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংকের ৫ কোটি ডলার
বিডি২৪ভিউজ ডেস্ক : প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে বাংলাদেশকে ৫ কোটি ৩৫ লাখ ডলার অতিরিক্ত অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। সংস্থাটির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে এই অনুদান দেওয়া হচ্ছে। শিক্ষা খাতের উন্নয়নে আইডিএর বৈশ্বিক অংশীদারিত্ব (জিপিই) কর্মসূচির অধীনে মানসম্মত শিক্ষায় এ অনুদানের অর্থ কাজে লাগানো হবে।
বৃহস্পতিবার এ ব্যাপারে একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এ দেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি ট্যামবন চুক্তিতে সই করেন। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের ইআরডি কার্যালয়ে এ চুক্তি সই হয়। প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার মান উন্নয়ন এবং এ পর্যায়ের শিক্ষার উপযোগী বয়সের সব শিশুকে স্কুলমুখী করার উদ্দেশ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। পাঠ্যসূচিতে নির্ধারিত শ্রেণিভিত্তিক শিক্ষণযোগ্যতা অর্জন এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শক্তিশালী সুশাসন ব্যবস্থা, পর্যাপ্ত আর্থিক সংস্থান এবং সার্বিক ব্যবস্থাপনা উন্নত করতে বিশ্বব্যাংকের এ অনুদান সহায়ক হবে।