রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পঃ তরল তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা সরঞ্জামের জন্য চুক্তি স্বাক্ষরিত

Rooppur NPP: Contract signed for Liquid Radioactive Waste management equipment

0

পাবনা প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জেনারেল কন্ট্রাকটর এটমস্ত্রয় এক্সপোর্ট প্রকল্পটির তরল তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার জন্য রুশ প্রতিষ্ঠান সুভার্ডনিখিম্মাশ ( SCERI )- কে প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি ও সরবরাহের কার্যাদেশ প্রদান করেছে। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের মধ্যে এতদ্বসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির অধীনে সুভার্ডনিখিম্মাশ ( SCERI )- ৩টি ড্রেইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ৩টি ডীপ এভোপরেশন প্ল্যান্ট, ২টি সিমেন্টেশন প্ল্যান্ট, ২টি কন্ডিশনিং প্ল্যান্ট, ইন্টারমিডিয়ারি স্টোরেজ প্ল্যান্ট, ওয়েস্ট আয়ন রেজিন ( WIR ) লোডিং এবং আনলোডিং ইউনিট এবং WIR পরিবহনের জন্য প্রয়োজনীয় কন্টেইনারের নকশা প্রনয়ন, প্রস্তুত এবং সরবরাহ করবে। উপরোক্ত যন্ত্রপাতি ও সরঞ্জামগুলো ২০২৩ সালে তৃতীয় প্রান্তিকের প্রথম দিকে রূপপুর প্রকল্প সাইটে এসে পৌঁছাবে। এছাড়াও যন্ত্রপাতিগুলো প্রিকমিশনিং কাজেও সহায়তা প্রদান করবে SCERI ।

এটমস্ত্রয়এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি ডেইরী তার মন্তব্যে বলেন, “উচ্চমানের সরঞ্জাম নির্মাণে SCERI কে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আমরা গন্য করি। বর্তমানে রূপপুর প্রকল্প নির্মাণের কাজ স্বক্রিয় পর্যায়ে রয়েছে। অট্টালিকাসমূহ দাঁড়িয়ে গেছে, মূল যন্ত্রপাতি স্থাপনের কাজ এগিয়ে চলছে। এই চুক্তির ফলে বাংলাদেশী ক্লায়েন্টের কাছে প্রদত্ত অঙ্গীকার পূরণে আমরা সক্ষম হবো- যথা সময়েই এই যন্ত্রপাতিগুলোর নির্মাণ এবং স্থাপনার কাজ সম্পন্ন করা সম্ভব হবে।”

SCERI মহাপরিচালক তার বক্তব্যে বলেন, “আমাদের জন্য এটা একটি বড় ধরণের এবং গুরুত্বপূর্ণ কার্যাদেশ। তরল তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা যন্ত্রপাতির নকশা প্রনয়নকারী ও সরবরাহকারী হিসেবে আমাদের ইন্সটিটিউটকে বেছে নেয়াটা অত্যন্ত যুক্তিসঙ্গত। বহুবছর ধরে আমরা এই ধরণের কাজ করে আসছি। আমাদের প্রকৌশলীদের দ্বারা ডিজাইনকৃত যন্ত্রপাতি অনেকগুলো রুশ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সুনামের সাথে কাজ করছে”।

রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের মেশিন তৈরী বিভাগ হচ্ছে অ্যাটোমেনারগোমাশ আর তারই একটি অংশ SCERI । ইতোপূর্বে ২০১৯ সালে রূপপুর প্রকল্পের ১নং ইউনিটের জন্য বিভিন্ন হ্যান্ডলিং ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়। উল্লেখ্য, এজাতীয় যন্ত্রপাতিগুলো পরবর্তীতে আর ব্যাবহারযোগ্য হবে না। প্রথম চালানটি বর্তমানে বাংলাদেশে শিপমেন্টের জন্য তৈরি করা হচ্ছে।

Rooppur NPP: Contract signed for Liquid Radioactive Waste management equipment

Atomstroyexport as the General Contractor has entered into a contract with a Russian
company Sverdniikhimmash (SCERI JSC) for manufacturing and supplying hi-tech
equipment to handle liquid radioactive waste at Rooppur Nuclear Power Plant.

Under the contract, SCERI will design, manufacture and supply three drain water treatment
plants, three deep evaporation plants, two cementation plants, two conditioning plants, two
intermediary storage plants, WIR (waste ion resins) loading and unloading units, the
container for WIR transportation. The equipment will be supplied to the Rooppur NPP site by
the third quarter of 2023. SCERI experts will also support pre-commissioning works of the
equipment.

“We know SCERI as a safe partner that develops high-quality equipment. At present, the
construction of Rooppur NPP is at its active stage- buildings are erected and the installation
of the main equipment in two power units is performed. For sure, this contract will facilitate
fulfillment of our obligations to the Customer of Rooppur NPP – manufacture and installation
of the equipment will be done exactly in time,” said Aleksey Deriy, Vice-President of ASE
and Director of the Rooppur NPP Construction Project.

“It is a large-scale and very critical order for SCERI and choosing our institute as a designer
and supplier of the process equipment for liquid radioactive waste handling is absolutely
justified. For many years, SCERI has been specializing in designing and manufacturing of
efficient and safe equipment for nuclear waste handling. Equipment, designed by our
engineers is functioning in many Russian nuclear power plants with excellence,” said
Aleksandr Cheperanov, Director General of SCERI.

SCERI is a concern of Atomenergomash, the machine-building division of Rosatom. In 2019
SCERI signed a contract for designing, manufacturing, and supply of a package of equipment
for handling materials and components not subject to subsequent use, for unit- 1 of Rooppur
NPP. The first lot of process equipment is now being prepared for shipment to Bangladesh.

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.