প্রথম প্রান্তিকে রাজস্বে প্রবৃদ্ধি ১৬%
বিডি২৪ভিউজ ডেস্ক : বৈশ্বিক কারণে চাপে থাকা অর্থনৈতিক প্রেক্ষাপটের মধ্যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আহরণে প্রবৃদ্ধি ধরে রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর); আগের বছরের একই সময়ের চেয়ে আয় বেড়েছে প্রায় ১৬ শতাংশ।
চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থাটি মোট ৬৭ হাজার ১২৪ কোটি টাকা রাজস্ব আহরণ করেছে। গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে যা ছিল ৫৮ হাজার ২৩ কোটি টাকা। এ হিসাবে রাজস্বে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৬৮ শতাংশ বেশি।
বুধবার এনবিআরের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
এতে দেখা গেছে, সার্বিকভাবে তিন মাসে প্রবৃদ্ধির হার বেশি থাকলেও একক মাস হিসেবে সেপ্টেম্বরে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৬৭ শতাংশ। এর আগের দুই মাস জুলাই ও অগাস্টে প্রবৃদ্ধির হার ছিল প্রায় ১৯ শতাংশ।
প্রতিবেদনে দেখা যায়, মূলত আমদানিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক কমে যাওয়ার একটি বড় প্রভাব দেখে গেছে গত সেপ্টেম্বরের রাজস্ব আহরণে। ওই মাসে আমদানি শুল্ক খাতে আগের অর্থবছরের একই মাসের তুলনায় প্রায় ১১৩ কোটি ৬৪ লাখ টাকা বা ১ দশমিক ৪৭ শতাংশ রাজস্ব কমে গেছে। এ খাতে সেপ্টেম্বর রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৫৯১ কোটি টাকা। গত অর্থবছরের একই মাসে যা ছিল প্রায় ৭ হাজার ৭০৫ কোটি টাকা।
তবে সেপ্টেম্বরে অন্য দুই খাত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়করে যথাক্রমে প্রবৃদ্ধি হয়েছে ১৭ ও ৭ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কাস্টমস বা শুল্ক খাত থেকে আদায় হয়েছে প্রায় ২২ হাজার ৪৫৫ কোটি টাকা। আগের অর্থবছরের প্রথম প্রান্তিকে যা ছিল প্রায় ১৯ হাজার ২৬৭ কোটি টাকা। প্রথম প্রান্তিকে এ খাতে এখন গড় প্রবৃদ্ধি রয়েছে ১৬ দশমিক ৫৫ শতাংশ।
এছাড়া অর্থবছরের প্রথম প্রান্তিক পর্যন্ত মূসক থেকে আদায় হয়েছে ২৪ হাজার ৫৪৬ কোটি ৬৫ লাখ টাকা। এ আদায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ দশমিক ৩৭ শতাংশ বেশি।
আলোচ্য সময়ে প্রত্যক্ষ কর থেকে আদায় হয়েছে প্রায় ২০ হাজার ১২৩ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি।